একটি স্ট্রেটিজি ১০,০০০ হাজার বার চর্চা করলে কি ঘটতে পারে জানুন

একটি স্ট্রেটিজি ১০,০০০ হাজার বার চর্চা করলে কি পরিবর্তন ঘটতে পারে

পৃথিবীর যেকোনো সফল মানুষ, তা সে যে কোন সেক্টর এর হতে পারে, সফল ব্যবসায়ী, সফল খেলোয়াড়, সফল অভিনেতা এবং ট্রেডারদের মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই কিছুটা সৌভাগ্য জড়িত থাকলেও তাদের সফলতার মূলে যে দূইটি কমন বিষয় তা হলো।

কোন কাজ সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়া এবং ধারণার অভ্যাসগত চর্চা যা তাদের সফলতার বা লক্ষ্যের দিকে নিয়ে যায়। 

যে কাজ তাদের হাতে রয়েছে তার উপর পরিপূর্ণ ফোকাস এবং নিয়মানুবর্তিতা যতক্ষণ পর্যন্ত সে কাজ তাদের সম্পূর্ণ আয়ত্তের মধ্যে না আসে। তারপর তারা সেই কাজ এর ব্যবস্থাপনা করে শুধু যাতে করে তা সঠিকভাবে পরিচালিত হয় এবং নতুন কাজ বা কোন প্রোজেক্ট হাতে নেয় যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।

এই আর্টিকেলটিতে আলোচনা করবো কিভাবে এবং কেন ট্রেডিং এর ক্ষেত্রে  আপনার ফোকাস ন্যারো করা উচিত যাতে করে অধিক অপশন আপনাকে ডিস্ট্রেস করতে না পারে এবং আপনার স্ট্রেটিজিতে আপনি দক্ষতা অর্জনে সক্ষম হন।

এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি টাকা আয় করেছে তাদের সবারই একটি কমন বিষয় রয়েছে তা হলো তারা সবাই খুবই সামান্য কিছু বিষয়ে বেশ ভালো অনেকক্ষেত্রে শুধুমাত্র একটি বিষয় এর উপরও দক্ষ।

আপনি হয়তো এমন শুনেছেন ” Jack of all trades, master of none” যে সব পারে সে আসলে কিছুতেই দক্ষ নয়, এই কথা নিয়ে চিন্তা করুন কারন এটি সত্য বিশেষ করে ট্রেডিং এর ক্ষেত্রে। একটি ট্রেডিং স্ট্রেটিজিতে দক্ষতা অর্জনের প্রয়োজন যতটা ট্রেডিং এ অন্য প্রফেশন এর ক্ষেত্রে ততটা নাও হতে পারে।

এই আর্টিকেল আপনার পড়া উচিত যাতে করে আপনি জানতে পারবেন কেন আপনাকে যে কোন একটি ট্রেডিং স্ট্রেটিজি ১০,০০০ বার অভ্যাস করা প্রয়োজন এবং এ থেকে আপনি এটিও শিখতে পারবেন কিভাবে আপনি তা করতে পারেন।

এর থেকে যা জানবেন বা শিখবেন তা যদি সঠিকভাবে বুঝতে পারেন এবং আপনার ট্রেডিং ক্যারিয়ার এ কাজে লাগাতে পারেন তাহলে আশা করি আপনি যদি ট্রেড এ লস করতে করতে হতাশও হয়ে যেয়ে থাকেন তাও প্রফিটএবল ট্রেডার হতে পারবেন। আজকের এই আর্টিকেল এর অনুপ্রেরণার মূল এ রয়েছে বিখ্যাত ব্রুস লি কথাটিঃ

“I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who has practiced one kick, 10,000 times.” – Bruce Lee

"আমি তাকে ভয় পাই না বা সমিহ করিনা যিনি ১০,০০০ বার আলাদা আলাদা কিক এর চর্চা করেছেন, আমি সমীহ করি বা ভয় পাই তাকে যিনি ১০,০০০ বার একই কিক এর চর্চা করেছেন।" ব্রুস লি
ব্রুস লি

তিনি বলেছেন “আমি তাকে ভয় পাই না বা সমিহ করিনা যিনি ১০,০০০ বার আলাদা আলাদা কিক এর চর্চা করেছেন, আমি সমীহ করি বা ভয় পাই তাকে যিনি ১০,০০০ বার একই কিক এর চর্চা করেছেন।” ব্রুস লি

সারা পৃথিবীর সকল মহান/সফল ট্রেডার মধ্যে কি এমন কমন বিষয় রয়েছে যা তারা সকলে করে থাকেন?

আপনি হয়তো অনেক কিছুই ভাবতে পারেন বা শুনতে পারেন, পৃথিবীর সেরা ট্রেডারদের সমন্ধে, কিন্তু বাস্তবতা হল এই যে যদিওবা তারা বিশাল হেজ ফান্ড ম্যানেজারও হোন তবুও তারা তাদের কোন ট্রেডিং স্ট্রেটিজিতে যদি সঠিক ফোকাস করতে ব্যর্থ হন বা আয়ত্ত করতে না পারেন তবে তারা তেমন বিশেষ কেউ ই নন।

এই ট্রেডারগন ভালভাবেই জানেন যে আপনি মার্কেট থেকে কোন ভাবেই প্রফিট করতে পারবেন না সার্বিকভাবে যদি আপনার বিক্ষিপ্ত এবং অনেক ট্রেডিং সিস্টেম থাকে যা আপনাকে ফোকাস করার বাধা প্রদান করবে। যা করা প্রয়োজন তা হলো শুধুমাত্র একটি বা ছোট একটি কার্যকর টুলস বা পদ্ধতি যা দিয়ে আপনি প্রাইজ চার্ট এর পর্যবেক্ষণ করতে পারবেন।

সর্বোৎকৃষ্ট ট্রেডাররা একটি মাত্র মূল স্ট্রেটিজিই শত শত বা হাজার হাজার বার টেস্টিং করেন এবং ব্যবহার করে থাকেন তাদের সম্পূর্ণ ট্রেডিং ক্যারিয়ার এ, তারা অনেক বেশি ট্রেডিং স্ট্রেটিজি নিয়ে চর্চা বা ব্যবহার করেন না, আবার তারা এক পদ্ধতি থেকে অন্যটিতে বারংবার জাম্পিংও করেন না। যে কোন ট্রেডিং স্ট্রেটিজি শিখতে এবং আয়ত্ত্ব করতে এবং তারপর আরও অধিক সময় প্রয়োজন এটিকে শত ট্রেড এ ব্যবহার করতে বা পর্যবেক্ষণ করতে।

এখানে কিছু মূল বিষয় বা গুনাবলী যা আপনার প্রয়োজন হবে একটি ট্রেডিং স্ট্রেটিজিতে অধিকতর ফোকাস করতে এবং ধীরে ধীরে চর্চার মাধ্যমে তা ভালোভাবে রপ্ত করতে

সম্পূর্ণ ফোকাস এবং নিয়মানুবর্তিতা

জীবনের যে কোন অর্জন এর জন্য ফোকাস এবং নিয়মানুবর্তিতা আবশ্যক, যখন কোন ট্রেডিং স্ট্রেটিজি শেখা এবং আয়ত্ত্ব করতে হয়তোবা আরোও বেশি প্রয়োজন, এবং সম্ভবত আরও জটিল।

একবারে একটিমাত্র নির্দিষ্ট প্রাইজ একশন প্যাটার্ন এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে গেলে প্রয়োজন একনিষ্ঠ ফোকাস এবং নিয়মানুবর্তিতা। এর মানে হলো আপনি চার্ট এ অন্য কোন প্যাটার্ন লক্ষ্য করলেই তাতে ঝাপিয়ে পড়তে পারবেন না। এর বদলে আপনার মানসিকতা স্থির করতে হবে যে আপনি একসময়ে শুধুমাত্র একটি চার্ট প্যাটার্ন এ দক্ষতা অর্জন করবেন। এটি সম্পন্ন করার জন্য প্রয়োজন যে কোন একটি প্যাটার্ন যা আপনি ভালো বোঝেন তা নির্বাচন করা এবং তারপর চার্ট এ এর অবস্থান এর পূর্ব থেকে রিসেন্ট প্রাইজ পর্যন্ত, প্রাইজ এর পূর্বে এবং পরে যে প্রতিক্রিয়া প্রদর্শন করে তা সম্পর্কে পুনঃপুনঃ পর্যবেক্ষণ করা।

উদাহরণ হিসেবে হতে পারে যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি প্রথমে পিনবার ট্রেডিং স্ট্রেটিজিতে দক্ষতা অর্জন করবেন। যদি এটি আপনার সিদ্ধান্ত হয় তবে আপনাকে সকল ধরনের পিনবার সম্পর্কে জানতে হবে, কিভাবে সেগুলোর ট্রেড করলে সবচেয়ে সঠিক হয়, কোন টাইম ফ্রেম এ ট্রেড করলে সবচেয়ে ভালো ফিট হয় এমন আরও কিছু বিষয়। আপনার লক্ষ্য হচ্ছে “পিনবার বিশেষজ্ঞ” হওয়া, কিভাবে তা হতে হবে…

আপনার স্ট্রেটিজিতে বিশেষজ্ঞ হন।

যেমন ব্রুস লি বলেছেন “আমি তাকে ভয় পাই না বা সমিহ করিনা যিনি ১০,০০০ বার আলাদা আলাদা কিক এর চর্চা করেছেন, আমি সমীহ করি বা ভয় পাই তাকে যিনি ১০,০০০ বার একই কিক এর চর্চা করেছেন।”তিনি এই কথা কেনো বলেছেন, কারন ১০,০০০ বার ১০,০০০০ ভিন্ন ভিন্ন কিক এর চর্চা করার মানে হচ্ছে বিশাল সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়,  যাতে করে বিশেষ কিছুই অর্জন হয় না।

কারন মানুষ এর ব্রেন এর জন্য প্রয়োজন একই বিষয় বা কাজ পুনরাবৃত্তি করা, যাতে করে এটি এই অভ্যাসকে সঠিকভাবে রপ্ত করতে পারে তা সে কোন গিটার হোক বা ট্রেডিং স্ট্রেটিজিই হোক না কেন। আপনি একটি কাজ যত অধিক বার করবেন ততই ভালবাবে আপনার ব্রেন তা আয়ত্ত্ব করতে পারবে।

প্রফেশনাল এথলেট, ফুটবল প্লেয়ার, দাবাড়ু, আর্টিস্ট,সফল উদ্যোক্তা, হেজ ফান্ড মিলিয়নিয়ার, অভিনেতা এছাড়াও সকল সফল ব্যাক্তিগন জানেন জীবনের এবং অর্থের গোপন সূত্র কি, আপনার শিপ্লে বা কাজে শ্রেষ্ঠত্ব অর্জন। অবশ্যই এর জন্য প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে আপনার ক্ষেত্র কোনটি, যেমন ট্রেডিং এর ক্ষেত্রে হতে পারে ট্রেডিং স্ট্রেটিজি।

খুবই কষ্টের বিষয় এই যে অনেক ট্রেডারগন এই পর্যন্ত পৌছতেও পারেন না, তারা ইন্টারনেটএ নানা ধরনের স্ট্রেটিজি এবং সিস্টেম এর মধ্যে হারিয়ে যায় এবং বিভ্রান্ত হয়ে উঠে। কিছুদিন এক সিস্টেম এ ট্রেড করে তো কিছুদিন অন্য স্ট্রেটিজি একসময় ধৈর্য হারিয়ে ফেলে।

যে কোন একটি নির্দিষ্ট ট্রেডিং স্ট্রেটিজিতে ভালো দখল নেয়ার জন্য প্রয়োজন একনিষ্ঠ ধৈর্য, সাধনা, অনড় ফোকাস, অধ্যাবসায়। জীবনে সফলতা ও ট্রেডিং এ সফলতা ভিন্ন কোন বিষয় নয় একই সুতোয় গাথা।

আপনি চার্ট এর প্রিন্ট আউট করতে পারেন, তারপর চার্ট নিয়ে অধ্যায়ন করতে পারেন, একই স্ট্রেটিজি ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ার বা শেয়ার এ তার প্রভাব লক্ষ্য করতে পারেন, আপনি আপনার স্ট্রেটিজিতে বা পদ্ধতিতে এতটাই দক্ষতা অর্জন করতে হবে যাতে করে যে কোন চার্টে, যে কোন টাইম ফ্রেম এ দেখামাত্রই বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন।

প্রথমে যে কোন একটি ট্রেড সেটাপ আয়ত্ত্ব করুন শুধুমাত্র তারপরই আপনি অন্য আরেকটা সেটাপ যোগ করতে পারেন।

 যখন আমরা কোন একটি নির্দিষ্ট কোন ট্রেডিং স্ট্রেটিজিতে মনোনিবেশ করি তখন তার মধ্যে থাকা সূক্ষ বিষয় গুলোও আয়ত্ত্ব করতে সামর্থ্য হবেন। যার ফলে আপনার দক্ষতা বৃদ্ধি পাবেন এবং ট্রেডিং প্রতিবার আরও দক্ষতার সাথে তা প্রয়োগ করতে পারবেন। যখন আপনার একটি স্ট্রেটিজি তে কোন ডাউন পয়েন্ট থাকে, বা কোথাও কোন গ্যাপ থাকে তাহলে তাও খুঁজে বের করতে পারবেন। একসময় এই ট্রেড নিতে আপনি এতটাই দক্ষ হয়ে যাবেন যা তখন আপনার বিশেষ সময়ের প্রয়োজন হবে।

সেই সময় আপনি চাইলেই অন্য কোন প্যাটার্ন নিয়ে দক্ষতা অর্জন শুরু করতে পারেন। কিন্তু কোনভাবেই একটি স্ট্রেটিজিতে দক্ষতা অর্জনের পূর্বে নয়।

কারন এমেচার ট্রেডারদের মতো এক সিস্টেম থেকে অন্য সিস্টেম এ মুবিং করতে থাকলে তা ডিস্ট্রাক করে দিবে যা ওই ট্রেডার এর যে কোন ট্রেডিং সিদ্ধান্তে অন্তরায় হয়ে দাঁড়ায়।

সিদ্ধান্ত নিন এবং প্রতিজ্ঞাবদ্ধ হোন এই কাজ করার জন্য, আপনি যতই সময় যাবে এর ফল লাভ করতে শুরু করবেন। ট্রেডিং এর ক্ষেত্রে অনেক বিষয় এর মধ্যে সবচেয়ে হাইলাইটস করবো যে বিষয়টি তা হলো আপনি যতটা দৃদতার সাথে স্থিরভাবে সিদ্ধান্ত নিবেন, আপনি ততই অধিক ফোকাসড হবেন সাথে আপনার ট্রেডিং ক্যারিয়ার এর সফলতা ততই দ্রুত আসবে।

সংক্ষেপে  সকল সফল ব্যাক্তিগন, সফল কোম্পানি গুলোর বিশাল সফলতার পিছনে রয়েছে তারা প্রথমে একটি প্রক্রিয়ায় দক্ষতা অর্জন করে, তারা যে বিষয়ে বা ক্ষেত্রে দক্ষ ক্রমান্বয়ে তা আরও শানিত করে এবং এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে থাকে। একইভাবে ট্রেডিং সফলতার জন্যও আপনাকে একটি মাত্র ট্রেডিং সিস্টেম বা স্ট্রেটিজি বা চার্ট প্যটার্ন এ দক্ষতা অর্জন করতে হবে, কোন ভাবেই একাধিক পদ্ধতি চর্চা করে যাতে করে এর মধ্যে ভিন্ন মাত্রা দেয়া যায়, যেমন টেক জায়েন্ট এপেল তারা শুধুমাত্র টেকনোলজি নিয়ে এ কাজ করছে এবং প্রতিনয়ত তাদের পণ্যের গুনগত মান উন্নয়ন এর প্রচেষ্টায় রত আছেন।

তেমনিভাবে একটি ট্রেডিং সিস্টেম এ দক্ষতার পূর্বে কোনভাবেই একাধিক সিস্টেম এ ফোকাস করা যাবে না, বা একাধিক সিস্টেম এর মিশ্রণও করা যাবে না।