মুবিং এভারেজ

সিম্পল মুবিং এভারেজ কি এবং ট্রেডিং স্ট্রেটিজি

সিম্পল মুবিং এভারেজ হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন ফাইনান্সিয়াল ইন্সট্রুমেন্ট ( শেয়ার কারেন্সি, ক্রিপ্টো) এর ক্লোজিং প্রাইস এর গড়। এই ইন্সট্রুমেন্ট গুলোর প্রাইজ সবসময় পরিবর্তন হতে থাকে আর তাই তাদের এভারেজও পরিবর্তন হতে থাকে যার ফলেই এর নামকরন ‘মুবিং- চলমান এভারেজ। এসএমএ যে কোন অর্থনৈতিক ইন্সট্রুমেন্ট এর প্রধান টুলস বা ইন্ডিকেটর এবং এর প্রয়োগ এবং বুঝা উভয় ক্ষেত্রেই খুবই সহজ যার ফলে এর ব্যবহার এবং জনপ্রিয়তাও বেশ। 

মুবিং এভারেজ এর মূল লক্ষ্য হল যে কোন ফাইনান্সিয়াল ইন্সট্রুমেন্ট এর দিক সম্পর্কে একনজরে ধারনা প্রদান, যা করতে যেয়ে ওই অর্থনৈতিক ইন্সট্রুমেন্ট এর পূর্বের প্রাইস এর উপর ভিত্তি করে। এটি মূলত লেগিং ইন্ডিকেটর এর দ্বারা ইতোমধ্যেই ঘটে যাওয়া প্রাইজ সম্পর্কে ধারনা পাওয়া যায় কিন্তু ফিউচার প্রাইজ এর কোন ধারনা মুবিং এভারেজ থেকে পাওয়া যায়না।

সিম্পল মুবিং এভারেজ প্রায়শই, এক্সপোনেনসিয়াল  মুবিং এভারেজ এর সাথে তুলনা করা হয়। যেখানে এসএমএ সকল প্রাইস এর তথ্য গুলোকে সমান গুরুত্ব প্রদান করে। যার ফলস্বরূপ এসএমএ এর যে লাইন হয় তা বেশি প্রশান্ত হয়( smoothed)

উদাহরণ

সিম্পল মুবিং এভারেজ

এসএমএ/ফরমূলা

SMA= P1+ P2+ P3…….Pn/n 

এসএমএ = প্রাইজ১+প্রাইজ২+প্রাইজ৩…………প্রাইজn/ কতগুলো প্রাইজ নেয়া হল সে নাম্বার

এসএমএ ব্যবহার করে ট্রেডিং/ভিত্তি করে ট্রেডিং স্ট্রেটিজি

১। কোন অর্থনৈতিক ইন্সট্রুমেন্ট এর ট্রেন্ড এক নজরে নির্ধারন করতে সিম্পল মুবিং এভারেজ সহায়ক

মুবিং এভারেজ লাইন যা প্রাইজ চার্ট এ থাকে, তা ভেদ করে যখন প্রাইজ চলে যায়। এটি ট্রেডার এর জন্য বাই বা সেল এর ভালো সুযোগ তৈরি করে। যখন প্রাইজ একটি নির্দিষ্ট মুবিং এভারেজ ভেদ করে তার দিক পরিবর্তন করে, তখন অধিকাংশ সময়/ অনেক সময় প্রাইজ ওই ক্রস এর দিকে কিছু সময় অতিবাহিত করে বা অনেক লম্বা সময় ধরে প্রাইজ একইদিকে যেতে থাকে যা ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে, পরবর্তী যখন একই ঘটনা ঘটে তখন বাই বা সেল করার উৎসাহ পায় বা ট্রেডিং স্ট্রেটিজিতে এটিও রাখে উদাহরন ১১ দিন এর এসএমএ

GBPUSD এসএমএ ১১ ক্রস এর পর

এমন কিছু উদাহরন দিতে হবে যেখানে প্রাইজ মুবিং এভারেজকে ক্রস করে উপরে বা নিচে যাওয়ার পরই ট্রেড এর সুযোগ। 

তবে বিনিয়োগকারী/ ট্রেডারদের বেশ সাবধানতার সাথে ট্রেড নিতে হবে। কারন এসএমএ মূলত ঘটে যাওয়া মার্কেট এর প্রাইস সম্পর্কে ধারনা দেয় যা তাকে লেগিং ইনডিকেটর হিসেবে চিহ্নিত করে। তাই এসএমএ রিসেন্ট প্রাইজ এর ডাটা প্রতিফলিত হয় না। আর মার্কেট এর যেকোন সময় গতি পরিবর্তন বেশ স্বাভাবিক ঘটনা। 

২। এসএমএ  ক্রসওভারঃ– দুটি এসএমএ ব্যবহার করে এই স্ট্রেটিজি তৈরি হয়, যেখানে দুটি  মুবিং এভারেজ এর ক্রসওভার এর উপর ভিত্তি করে ট্রেড পজিশন নির্ধারন করা হয়। যেখানে দুটি ভিন্ন ভিন্ন সময়ের দুটি মুবিং এভারেজ চার্টে স্থাপন করতে হয়। 

যার মধ্যে একটি দীর্ঘ সময় নিয়ে অপরটি তুলনামূলক কম সময়ের উপর নির্ভর করে স্থাপন করা হয়। যার একটি ফাস্টার মুবিং এভারেজ(২১ এসএমএ)  অন্যটি স্লো মুবিং এভারেজ(৫০ এসএমএ)। যারা শর্ট টার্ম এর চার্ট এ ট্রেড করে তারা ৫ ডে এসএমএ এবং ১০ডে এসএমএ ও ব্যবহার করতে পারে। 

মুবিং এভারেজ ক্রসওভার
এসএমএ  ক্রসওভার

এই স্ট্রেটিজি অনুযায়ী উদাহরন দিতে হবে। 

এছাড়াও অন্যান্য বেশ কিছু  স্ট্রেটিজি রয়েছে যেখানে অনেক সফল ট্রেডারগন মুবিং এভারেজকে  অন্যান্য টূলস এর পাশাপাশি ব্যবহার করেন। 

সারসংক্ষেপ

এসএমএ আমাদের মার্কেট ডাটা এনালাইসিস এ বেশ সহায়ক ভুমিকা রাখে। যাতে করে অনেক গুরুত্বপূর্ণ  সিদ্বান্ত নিতে সহায়ক হয়। তবে অন্য সকল টুলস এর মত এটিও এককভাবে ব্যবহার করার মত ইন্ডিকেটর নয়।  

আরও যে যে ট্রেডিং স্ট্রেটিজিগুলো  মুবিং এভারেজ এর  উপর নির্ভর করে করা হয় 

০১। ট্রেন্ড এর দিক

০২। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স 

০৩। মুবিং এভারেজ থেকে প্রাইজ এর দূরত্ব

০৪। ট্রেন্ড রিভার্সাল 

০৫। মুবিং এভারেজ ক্রসওভার

মুবিং এভারেজ এর ব্যবহার এর মাধ্যমে আমরা যে কোন চার্ট এর বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য পেতে পারি যা আমাদের ট্রেডিং সিদ্বান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তবে কোন ইন্ডিকেটর ই একক ভাবে পরিপূর্ন নয় তাই শুধুমাত্র মুবিং এভারেজ এর উপর ভিত্তি করে ট্রেড নিতে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।