রিটেইল ফরেক্স মার্কেট এবং প্রফেশনাল মার্কেট
রিটেইল ফরেক্স মার্কেট এর গড়ে উঠা ইন্টারনেট বিপ্লব এর অনেক বড় বিষয়গুলোর একটি। যদিও রিটেইল ট্রেডারগন ১৯৭৪ সালেও ফরেক্স ফিউচার’স মার্কেট এ ট্রেড করতে পারতো, কিন্তু রিটেইল স্পট ব্রোকারগুলো, সাধারণ ট্রেডারদের এর ফরেক্স ট্রেডিং এর সুযোগ তৈরি করে দেয় ১৯৯৬ সাল থেকে।
ফরেক্স মার্কেট এর টোটাল ভলিউম ৬.৬ ট্রিলিয়ন ডলার প্রতিদিন! জি এতটাই বিশাল ভলিউম এই মার্কেট এর, ট্রাইনিয়াল কেন্দ্রীয় ব্যাংক এর এফএক্স সার্ভে এবং ওভারদ্যা কাউন্টার ডেরিভেটিভ মার্কেটস এর রিপোর্ট অনুযায়ী, যা ২০১৬ সালে ছিল ৫.১ ট্রিলিয়ন। যার মধ্যে প্রায় ২ ট্রিলিয়ন ডলার ট্রেড হয় স্পষ্ট মার্কেট এ, ফরোয়ার্ডস এ হয় ১ ট্রিলিয়ন ডলার, ফরেন এক্সচেঞ্জ সোয়াপ এ হয় ৩.২ ট্রিলিয়ন ডলার, কারেন্সি সোয়াপ ১০৮ বিলিয়ন ডলার, অপশন এবং অন্যান্য ২৯৪ বিলিয়ন ডলার। যার মধ্য রিটেইল ট্রেডারদের প্রতিদিনের ভলিউম কেবলমাত্র ২০১ বিলিয়ন ডলার যা মোট ট্রেডিং ভলিউম ৩.১% আর বাকি ভলিউম হলো বড় বড় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বিশাল বিশাল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর।
বিশাল এই প্রফেশনাল মার্কেট এর অস্তিত্বই রিটেইল মার্কেটকে এতটা সহজভাবে ট্রেড করার সু্যোগ করে দেয়। রিটেইল ফরেক্স মার্কেট এ আদর্শ লট এর পরিমাণ ১০০,০০০ ইউনিট এবং ছোট লট এর পরিমাণ ১০,০০০ ইউনিট, যেখানে প্রফেশনাল মার্কেট এ আদর্শ লট এর পরিমাণ ৫ মিলিয়ন ইউনিট বা ইউএস ডলার। প্রফেশনাল মার্কেট এর দৃষ্টিতে রিটেইল স্পষ্ট ব্রোকারগুলো হলো করপোরেট ক্লায়েন্ট ৷
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে তা সে প্রফেশনাল লেভেল এ হোক বা রিটেইল লেভেল এ হোক দুটোই খুবই নিরাপদ। ইন্টারব্যাংক মার্কেট হল হোউলসেল মার্কেট এর মতো, যেখানে এর খুচরো ক্রেতা হলো ( রিটেইল ব্রোকার) যারা এই পাইকারী মূল্যের উপর মার্ক-আপ পে করে।

বৃহৎ ফরেক্স ব্যাংক এবং রিটেইল ব্রোকার এর মধ্যে পার্থক্য
বড় ফরেক্স ব্যাংক এবং রিটেইল ব্রোকার এর মধ্যে পার্থক্য হল, বড় ব্যাংকগুলো হল মার্কেট মেকার, মার্কেট মেকার হল এমন পার্টি যাদের অবশ্যই প্রতিটি প্রশ্নের জবাব দিতে হয় তা সে মার্কেট যতই দ্রুত গতিতে চলুক এবং ট্রেডারদের ফোন রিসিভ করতেই হয় বা কোন মেসেজ এর জবাবও দিতে হয়। আপনি যদি কোন বিশাল ব্যাংকের ট্রেডার হন তাহলে আপনাকে আপনার কাস্টমার এর ফোন রিসিভ করতে হবে এবং তাকে দুটি প্রাইজ অফার করতে হবে। আপনি যদি কোন কারেন্সি পেয়ার এ সেল করতে আগ্রহী নাও হন, কিন্তু আপনার কাস্টমার চায় তা বাই করতে তাহলে আপনাকেও তা বাই করতে হবে। আপনি শুধুমাত্র কাস্টমার এর অর্ডারই এক্সিকিউট করবেন।
রিটেইল ব্রোকার গুলো কোন ইন্টারব্যাংক কাস্টমার নয় তাই তাদের অবস্থানও যে কোন নন ইন্টারব্যাংক কাস্টমার এর মতোই ব্যাংক রিটেইল ব্রোকারদের রেট নির্ধারণ করে দেয় কিন্তু ব্রোকার ব্যাংককে কোন রেট উল্লেখ্য করে দিতে সক্ষম নন। ডিলিং ব্যাংক এর কাছে রিটেইল ব্রোকারগুলো এবং বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো একই ক্যাটাগরিতে পড়ে। যেমন কোকা-কোলা, জন্সন এন্ড জন্সন এবং জেনারেল মোটোর’স তারাও কোন প্রাইজ উল্লেখ্য করতে পারে না। বহুজাতিক কোম্পানি এবং ব্রোকার দুইধরনের প্রতিষ্ঠানকেই মার্ক-আপ পে করতে হয় এবং তারা এই বিষয়ে অবগত।
রিটেইল ফরেক্স ব্রোকারগুলো, বিশাল ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত যে ইন্টারব্যাংক যা পাইকার হলে, সেই পাইকারদের সাথে, তারা কাস্টমারদের মধ্যে মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে, ব্রোকার এর কাস্টমার হল ব্যক্তিগত ট্রেডারগন। নিয়ম অনুযায়ী ব্রোকারদের এক বা একাধিক ব্যাংক এর সাথে প্রাইম একাউন্ট থাকে। ব্রোকারগন আমাদের যে প্রাইজ দেখায় তা ইন্টার ব্যাংক প্রাইজ এর চেয়ে কিছুটা অধিক হয়।