রিটেইল ফরেক্স মার্কেট এর গড়ে উঠা ইন্টারনেট বিপ্লব এর অনেক বড় বিষয়গুলোর একটি। যদিও রিটেইল ট্রেডারগন ১৯৭৪ সালেও ফরেক্স ফিউচার’স মার্কেট এ ট্রেড করতে পারতো, কিন্তু রিটেইল স্পট ব্রোকারগুলো, সাধারণ এর ফরেক্স ট্রেডিং এর সুযোগ তৈরি করে দেয় ১৯৯৬ সাল থেকে। এই আর্টিকেল এ ভিবিন্ন ধরনের ব্রোকার নিয়ে আলোচনা করা হয়েছে, এই ভিন্ন ভিন্ন ব্রোকার এর কার্যক্রম এর ধরণ নিয়েও আলোচনা করা হয়েছে।
এসটিপি
স্ট্রেইট থ্রু প্রোসেসিং ব্রোকার, যা এসটিপি ব্রোকার হিসেবেও পরিচিত, তারা ক্লায়েন্ট এর অর্ডার প্রাপ্তির সাথে সাথে, অর্ডারটি তারা তাদের লিকুইডিটি প্রোভাইডার এর কাছে প্রেরণ করবে এবং সেই প্রোভাইডার দের যে বিড/আস্ক সেই হারেই প্রাইজ নির্ধারণ করবে। লিকুইডিটি প্রোভাইডার হতে পারে, ব্যাংক, হেজ ফান্ড,বড় বিনিয়োগ করপোরেশন এবং অন্যান্য ব্রোকার, যার ফলে অর্ডার এর সাথে কোন মধ্যেস্থতাকারী নেই। যার মানে দাঁড়ায় এসটিপি ব্রোকারগন কোন ডিলিং ডেস্ক এর মাধ্যমে তাদের ক্লায়েন্টদের অর্ডার ফিল্টার করে না এবং এই প্রক্রিয়ায় ফলেই এই ব্রোকার গুলো হয়ে উঠে ইলেক্ট্রোনিক ট্রেডিং প্লাটফর্ম এসটিপি।
কোনও ডিলিং ডেস্ক ব্যবহার না করার ফলে, এসটিপি ব্রোকারদের তাদের কোন ক্লায়েন্ট এর অর্ডার, কোন ধরনের বিলম্ব না করেই প্রক্রিয়া করার সামর্থ্য রাখে এবং তাদের ক্লায়েন্ট এর কাছে আবারও পুনরায়-উদ্বৃতি প্রেরন এর প্রয়োজন হয় না। যার ফলস্রুতিতে এসটিপি ব্রোকার বিভিন্ন অর্থনৈতিক সংবাদ প্রচার এর সময়ও কোন নিষেধাজ্ঞা ছাড়াই তার ক্লায়েন্টদের ট্রেড করার সু্যোগ প্রদান করতে সক্ষম হয়, যা অধিকাংশ বিনিয়োগকারী সাধারণত একটি বড় সুবিধা হিসেবে বিবেচনা করেন। সার্বিক অর্থে, এসটিপি ব্রোকারগুলো নিরবে মার্কেট এবং ট্রেডার এর মধ্যে সংযোগ স্থাপনকারীর ভূমিকা পালন করে।
একটি এসটিপি ব্রোকার এর একধিক লিকুইডিটি প্রোভাইডার থাকতে পারে, আর যত বেশি প্রোভাইডার ততই ক্লায়েন্টদের জন্য অর্ডার দ্রুত কার্যকর করার সুবিধা। অধিকাংশ এসটিপি ব্রোকার সাধারণত তাদের লিকুইডিটি প্রোভাইডার হিসেবে ব্যাংকগুলো ব্যবহার করে। একজন ট্রেডারকে এমন ব্রোকার বাছাই করা উত্তম যারা অধিক পরিবর্তনশীল স্প্রেড এর সুবিধা প্রদান করতে সক্ষম। যার কারন হলো সেই ব্রোকারগুলো নিজেরাই কোন একটি লিকুইডিটি প্রোভাইডার দের কাছ থেকে সবচেয়ে উত্তম “বিডটি” বাছাই করতে সক্ষম হবে এবং অন্য লিকুইডিটি প্রোভাইডার এর কাছ থেকে সেরা “আস্ক” স্প্রেড, সম্মিলিতভাবে এর অর্থ দাঁড়ায় ক্লায়েন্টদের জন্য সর্বোচ্চ সম্ভাবনাময় সুযোগ।
ইসিএন
একটি ইসিএন ব্রোকার তার ক্লায়েন্টদের, কারেন্সি এবং ইকুইটি মার্কেট অন্যান্য অংশগ্রহণকারি দের সাথে ট্রেড এর সুযোগ করে দিতে ইলেক্ট্রনিক কমিউনিকেশন’স নেটওয়ার্ক এর ব্যবহার করেন। ইসিএন ব্রোকার একাধিক মার্কেট এর অংশগ্রহণকারীদের প্রাইজ এর উদ্বৃতিসমূহ সমন্বিত করে এবং ক্লায়েন্টদের সবচেয়ে অধিক সুবিধাজনক বিড/আস্ক স্প্রেড এর অফার করে। ইসিএন এবং এসটিপি ব্রোকার এর মধ্যে প্রধান পার্থক্য হল রাউটিং। ইসিএন বড় বড় লিকুইডিটি উৎসগুলোর কেন্দ্র হিসেবে কাজ করে,যে লিকুইডিটিগুলো সাধারণত ব্যাংক, হেজ ফান্ড, এবং অন্যান্য বড় মার্কেট প্লেয়ার দের দ্বারা তৈরি হয়।
এই সকল উৎসগুলো একসাথে জড়িত হয়ে যায়, যাতে করে তারা সমমনা অংশগ্রহণকারিদের খুজে পেতে পারে অর্ডার এর জন্য,যা তারা আভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ইসিএন ব্রোকার এর সবচেয়ে বড় সুবিধা হল তারা ট্রেডারদের সবচেয়ে কম ট্রেডিং খরচ করাতে সক্ষম হয়, যার অর্থ হলো অধিক নিট প্রফিট এবং নিট লস এর পরিমাণ কম, যা একজন ট্রেডার এর জন্য কাম্য।
ডিলিং ডেস্ক ব্রোকার
ডিলিং ডেস্ক ব্রোকার, যারা মার্কেট মেকার নামেও পরিচিত, তারা তাদের ক্লায়েন্ট এর জন্য মার্কেট তৈরি করে বা অন্য কথায় তারা ক্লায়েন্ট এর ট্রেড এর বিপরীতে ট্রেড নেয়। ডিলিং ডেস্ক ব্রোকাররা আয় করে স্প্রেড এবং ক্লায়েন্টদের লিকুইডিটি প্রোভাইড এর মাধ্যমে। ডিলিং ডেস্ক ব্রোকারগন একজন একক ট্রেডার এর সিদ্ধান্তের বিষয়ে নিরপেক্ষই থাকেন, যেহেতু তারাই বিক্রয় এবং ক্রয় এর উদ্বৃতি প্রদান করেন এবং ফলস্বরূপ তারা তাদের ক্লায়েন্টদের উভয় অর্ডারই পূরন করেন।
যদিও ডিলিং ডেস্ক ব্রোকাররা, যে প্রাইজ এ অর্ডারগুলো পূর্ণ হবে তা নিয়ন্ত্রণ করে, এর মানে এটিও দাঁড়ায় যে,স্থির স্প্রেডগুলো নির্ধারণ করার খুবই সামান্য সুযোগ রয়েছে। যদিও ক্লায়েন্টরা ইন্টারব্যাংক এর মূল রেট দেখার সুযোগ পায় না, তারা খুবই কাছাকাছি বা সামান্য পরিবর্তন করে রেট প্রদর্শন করে থাকে যার কারন হলো ব্রোকারদের মধ্যে প্রতিযোগিতা খুবই বেশী।
এ- বুক ব্রোকার
একটি এ- বুক ব্রোকার এমন একটি মডেল অনুসরণ করে থাকেন যাতে ট্রেডারদের অর্ডারগুলো সরাসরি একটি লিকুইডিটি পুল এ যায়, যে পুল বিভিন্ন অরগানাইজেশান দ্বারা গঠিত হয়, যা কোন ফরেক্স ব্রোকার এর ট্রেডগুলো প্রবাহের মতই কাজ করে। এ- বুক ব্রোকারগন ক্লায়েন্টদের বিপরীতে কোন ট্রেড বা কোন কার্য পরিচালনা করে না, যার ফলে ক্লায়েন্টের অর্ডারগুলো প্রক্রিয়া করার সময় আগ্রহের কোন দ্বন্দ্ব হয় না।
এ- বুক ব্রোকার এর প্রফিট হল ট্রেড থেকে কমিশন এর মাধ্যমে, যা তাদের ক্লায়েন্টগন ট্রেড ওপেন এর সময় বা ক্লোজ এর সময় প্রদান করে থাকে। এ- বুক ব্রোকারদের মধ্যে এসটিপি এবং ইসিএন ব্রোকার অন্তর্ভুক্ত।
বি-বুক ব্রোকার
বি- বুক ব্রোকার, যারা তাদের ক্লায়েন্টদের অর্ডার নিজেদের হাউজেই প্রক্রিয়াজাত করে থাকে এবং তাদের ট্রেড এর বিপরীত প্বার্শে অবস্থান নেয়। যার অর্থ হচ্ছে আপনি যদি কোন সেল অর্ডার প্লেস করেন এই ধরনের ব্রোকারএ তাহলে তারা তার বিপরীতে একটি বাই অর্ডার প্লেস করবে এবং একইভাবে বাই এর ট্রেড এর ক্ষেত্রেও। বি- বুক ব্রোকার এর কিছু সুবিধাগুলোর মধ্যে রয়েছে যে একজন ট্রেডারএর ট্রেড ফল হওয়ার নিশ্চয়তা, যার মানে হল যদি লিকুইডিটির ঘাটতি থাকে, তাও ট্রেডার এর নেয়া ট্রেডচসঠিকভাবে কার্যকর করা হয়, কারন তখন ব্রোকার মার্কেট মেকার হিসেবে ভূমিকা পালন করে।
আরও একটি বিষয় হচ্ছে বি- বুক ব্রোকারগুলো নির্দিষ্ট স্প্রেড অফার করতে পারে, এর মানে হলো আপনি যে কোন সময়ই ট্রেড করুন না কেন, তা পিক আওয়ার বা অফ-পিক আওয়ার হোক, এই ধরনের ব্রোকারগুলো আপনাকে অধিক সুবিধা প্রদান করতে সচেষ্ট থাকে। বি- বুক ব্রোকারগন ফিক্সড স্প্রেড এর মাধ্যমে আয় করে থাকেন, যা যে কোন ট্রেড এর ওপেন বা ক্লোজ এর সময় পরিশোধ করতে হয়। বি-বুক ব্রোকারগন ডিলিং ডেস্ক ব্রোকার দের মতই মডেল অনুসরণ করে থাকেন।
আপনার ব্রোকার সম্পর্কে জানুন এবং ট্রেড করুন। লম্বা ক্যরিয়ার গঠনে আপনার পাশে থাকবে ” বিয়িং এ ট্রেডার”