ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা ওপেন থাকে, মার্কেট ক্লোজ থাকে যখন নিউইয়র্ক সেশন ক্লোজ হয়, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪ টায়। এবং ওপেন হয় সিডনিতে, বাংলাদেশ সময় রবিবার ভোর ৩.০০ টার সময়।
ফরেক্স মার্কেট এর সময়
চারটি মেজর ফরেক্স সেশন
– সিডনি
– লন্ডন
– টোকিও
– নিউইয়র্ক
চলুন জেনে নেই এই চার ট্রেডিং সেশন এর ওপেন এবং ক্লোজ
উত্তর গোলার্ধে যখন বসন্ত/গরম তখন
সেশন স্থানীয় সময় বাংলাদেশ সময় (জিএমটি +৬) |
সিডনী ০৭.০০ – ১৬.০০ ০৩.০০ – ১২.০০ |
টোকিও ০৯.০০-১৮.০০ ০৬.০০- ১৫.০০ |
লন্ডন ০৮.০০-১৬.০ ১৩.০০- ২১.০০ |
নিউইয়র্ক ০৮.০০-১৭.০০ ১৮.০০- ০৩.০০ |
উত্তর গোলার্ধে যখন শরত/শীত
সেশন স্থানীয় সময় বাংলাদেশ সময় (জিএমটি +৬) |
সিডনী ০৭.০০ – ১৬.০০ ০২.০০ – ১১.০০ |
টোকিও ০৯.০০-১৮.০০ ০৬.০০- ১৫.০০ |
লন্ডন ০৮.০০-১৬.০০ ১৪.০০- ২২.০০ |
নিউইয়র্ক ০৮.০০-১৭.০০ ১৯.০০- ০৪.০০ |
প্রধান ফরেক্স ট্রেডিং সেশন’স
যদিও ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই ওপেন থাকে, এবং সারা পৃথিবীর সকল দেশ থেকেই ট্রেডারগন এই সময় ট্রেড করতে পারেন। এর মানে এই নয় যে সকল সময়ই মার্কেট এ একই ভলিউম থাকে,দিনের কিছু সময় থাকে যখন প্রাইজ খুব ভোলাটাইল থাকে এবং কিছু সময় যখন প্রাইজ খুবই মন্থর থাকে।
কোন কোন সময় মার্কেট এ অধিক ভলিউম থাকে এবং কখন কম থাকে তা জেনে ট্রেড শুরু করা জরুরি যাতে করে কখন কোন মার্কেট ওপেন হয় এবং কোন সেশন এ কোন কারেন্সি পেয়ার এর অধিক মুবমেন্ট হয় তার উপর ট্রেডিং স্ট্রেটিজিও পরিবর্তন হতে পারে। বা যে কোন ট্রেডিং স্ট্রেটিজি তৈরিতে এই সেশন এর ভূমিকা রয়েছে।
সাধারণত মার্কেট তিনটি প্রধান সেশন এ বিভক্ত, যখন মার্কেট সরব থাকে, এর ভলিউম, ভোলাটিলিটি থাকে সর্বোচ্চ। এশিয়ান সেশন, ইয়োরোপীয়ান সেশন, এবং উত্তর আমেরিকান সেশন, যে সেশন গুলো অধিক পরিচিত টোকিও, লন্ডন, এবং নিউইয়র্ক সেশন হিসেবে।
ফরেক্স ট্রেডার মধ্যে এই তিন সিটির নামে সেশন এর নামকরণ করার কারন হচ্ছে এই তিন সিটিই তিন অঞ্চলের প্রধান অর্থনৈতিক শক্তি। মার্কেট এ সবচেয়ে অধিক কার্যক্রম পরিচালিত হয় যখন এই তিন অর্থনৈতিক পাওয়ারহাউজ গুলোয় ব্যবসা পরিচালিত হয়।
চলুন তিন ট্রেডিং সেশন এর কিছুটা বিস্তারিত বর্ননা
টোকিও ট্রেডিং সেশন

ফরেক্স এ সপ্তাহের শুরু হয় টোকিও সেশন থেকে, যদিও অধিক ভলিউম বা কার্যক্রম এর ফলে এই সেশন এর নামকরণ টোকিও সেশন বলা হয়, কিন্তু এই সময় অস্ট্রেলিয়া, চায়না, সিঙ্গাপুর, হংকং ও এই সময় সক্রিয় থাকে। যদিও এই সেশন এ প্রচুর লেনদেন হয় তারপরও লন্ডন এবং নিউইয়র্ক সেশন এর তুলনায় এই সেশন এ ভলিউম কম থাকে।
লন্ডন ট্রেডিং সেশন

এশিয়ান মার্কেট ওপেন এর পর ইয়োরোপীয়ান ট্রেডিং সেশন মার্কেট কে আরও অধিক একটিভ করে, এই জোন এর সুবিধাজনক সময়ের ফলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মার্কেট কে সংযুক্ত করে। ইয়োরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং এর অনূকূল সময় এর জন্য এটি শুধুমাত্র ইয়োরোপের ই নয় পৃথিবীর সকল দেশেরই অর্থনৈতিক রাজধানী।
এই সেশন এ অন্য দুইটি প্রধান ট্রেডিং সেশন এর ওভারলেপ হয় ( টোকিও এবং নিউইয়র্ক), যার মানে হলো এই সেশনই সবচেয়ে অধিক ট্রেডিং কার্যক্রম সংঘটিত হয়। এই অধিক কার্যক্রম এর ফলে এই সময়ে সবচেয়ে অধিক লিকুইডিটি থাকে যার মানে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় কম স্প্রেডও থাকে এই সেশনএ।
নিউইয়র্ক ট্রেডিং সেশন

যখন উত্তর আমেরিকান সেশন ওপেন হয় তখন, এশিয়ান সেশন বেশ কিছু সময় আগেই ক্লোজ হয়ে গেলেও ইয়োরোপীয়ান ফরেক্স ট্রেডারদের জন্য কেবলমাত্র দিনের অর্ধেক। এই সেশন এর কার্যক্রম অধিক প্রভাবিত হয় আমেরিকার ট্রেডারদ্বারা সাথে রয়েছেন, কানাডা, মেক্সিকো, এবং দক্ষিণ আমেরিকার আরও কিছু দেশ।
সকাল সেশন ফরেক্স মার্কেট এর জন্য সাধারনত সবচেয়ে অধিক সরব সেশন যখন আমেরিকান এবং ইয়োরোপিয়ান ট্রেডাররা একসাথে ট্রেডিং করে।
যখন এক সেশন এর সাথে অন্য সেশন এর ওভারল্যাপ সংঘঠিত হয়
ট্রেড করার সর্বোত্তম সময় হল যখন দুটি ওপেন ট্রেডিং সেশন এর মধ্যে ওভার ল্যাপ সংঘটিত হয়। যখন এক সেশন চলাকালীন সময় অন্য সেশন ওপেন হয় এই অবস্থাকে ওভারল্যাপ বলে যখন দুই অঞ্চলের ট্রেডারগণ সক্রিয় থাকাতে লেনদেন বৃদ্ধি পায় সাথে সাথে ভোলাটিলিটিও এবং ট্রেডিং এর জন্য বেশ সুযোগ তৈরি হয়। নিম্নে প্রতিদিন দিনে তিনবার যে ওভারল্যাপ হয় তার বর্ণনা দেয়া হলঃ
ইউএস এবং লন্ডন সেশন– গ্রীষ্মকালীন সময় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা, শীতকালীন সময় সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ০৯.০০ টা পর্যন্ত। এই সময়ে ফরেক্স মার্কেট এ সবচেয়ে বেশী ট্রেডিং কার্যক্রম সংঘটিত হয় যখন এই দুই সেশন এর ওভারল্যাপ হয়। মোট ট্রেডিং ভলিউম এর প্রায় ৭০ % ট্রেডিং এই সময় সংঘটিত হয়, কারন এই সময় সবচেয়ে অধিক জনপ্রিয় দুই কারেন্সির ট্রেড হয় ইউএস ডলার এবং ইয়োরো । মার্কেটএ এই সময় সবচেয়ে বেশি গতি থাকে যার ফলে নতুন ট্রেডারদের জন্য এই সময় ট্রেড এর চেয়ে মার্কেট পর্যবেক্ষণ করাই উত্তম।
সিডনি এবং টোকিও সেশন -গ্রীষ্মকালীন সময় বাংলাদেশ সময় ভোর ৬.০০ টা থেকে দুপুর ১২.০০ টা, শীতকালীন সময় ভোর ৬.০০ টা থেকে সকাল ১১.০০ টা পর্যন্ত। এই সেশন যদিও লন্ডন এবং নিউইয়র্ক সেশন এর মতো ততটা সক্রিয় না। কিন্তু এই সময়ও মার্কেট এ ভোলাটিলিটি থাকে যা একজন নতুন ট্রেডার এর জন্য ট্রেড এর আদর্শ সময়। অস্ট্রেলিয়ান ডলার এবং জাপানিজ ইয়েন হচ্ছে এই সময়ে ট্রেড এর জন্য আদর্শ কারেন্সি।
লন্ডন এবং টোকিও সেশন -গ্রীষ্মকালীন সময় বাংলাদেশ সময় দুপুর ১.০০ টা থেকে দুপুর ৩.০০ টা, শীতকালীন সময় দুপুর ২.০০ টা থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত এই সময়ের ওভারল্যাপ সবচেয়ে কম সক্রিয় থাকে কারন মাত্র ১-২ ঘন্টা সময় যথেষ্ট নয় কোন বড় ফ্লাকচুএশন এর সুবিধা নেয়ার জন্য। আর এই সময় এশিয়ান অধিকাংশ ট্রেডিং কার্যক্রম শেষের দিকে থাকে।
সারসংক্ষেপ
মার্কেট ওভারলেপ এর সময় যে ট্রেডিং মুবমেন্ট হয় তা থেকে সুবিধা নেয়ার জন্য সেই সময়ে সক্রিয় থাকতে হবে যাতে করে একই সময় এই মুভমেন্ট থেকে সুবিধা নেয়া এবং সতর্কতা অবলম্বন করা যায়। বিয়িং এ ট্রেডার এর সাথে থাকুন এবং ট্রেডিং এর সময় সাবধানতা অবলম্বন এর কৌশল সমন্ধে ধারনা লাভ করুন।