যে ফরেক্স ব্রোকার আপনি বাছাই করবেন তার লাইসেন্স এবং রেগুলেশন সম্পর্কে যা জানা প্রয়োজন

রেগুলেশনের উদ্দেশ্য হল, ট্রেডারদের অঘোষিত আর্থিক ঝুঁকি, প্রাইজ ও অর্ডার ম্যানিপুলেশন এবং জালিয়াতির মতো আচরণগুলো থেকে রক্ষা করা। কোন একটি একক নিয়ন্ত্রণ সংস্থার পক্ষে এত বিশাল ভলিউম এর মার্কেট এর পর্যবেক্ষণ সম্ভব নয়। তাই ফরেক্স ব্রোকার দের রেগুলেটরি কমিশন অধিকাংশ অঞ্চলেই রয়েছে তারা যে নিয়মাবলি গুলো নির্ধারণ করেন তা রিটেইল ব্রোকারদের অবশ্যই অনুসরণ করতে হবে। বিভিন্ন রেগুলেটরি কমিশন এর প্রধান রুলস ছাড়াও কিছু ভিন্ন ভিন্ন নিয়মকানুন থাকে অঞ্চলের ভিন্নতার ফলে। শুধুমাত্র ব্রোকার এর রেগুলেশনের সম্পর্কে জানলেই চলবে না, এটিও জানতে হবে কোথায় থেকে রেগুলেটেড এবং নিয়ন্ত্রক সংস্থা যে অঞ্চলের নিয়ন্ত্রণ করে আপনি সে অঞ্চলে বসবাস করছেন কিনা?

যদি ব্রোকারগন কোন অনিয়ম করে তাহলে তাদের ফাইন করে এবং নিয়মানুবর্তিতার মধ্যে যে একশন নেয়া প্রয়োজন তা নেন, যদি ফাইন সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে সেই ব্রোকার এর লাইসেন্স রহিত পর্যন্ত করা হয়।

ভিন্ন ভিন্ন অঞ্চলে রেগুলেশনের কঠোরতায় পার্থক্য রয়েছে। আমেরিকা এবং জাপান এর নিয়ন্ত্রণ সংস্থা সবচেয়ে অধিক কঠোর বলে বিবেচিত হয়, যত কঠোর বিচারব্যবস্থা, ব্যক্তিগতভাবে ট্রেডারগন ততই নিরাপদ, কিন্তু এর জন্য ব্রোকারদের অধিক খরচ বহন করতে হয়।

কঠোর নীতিমালা মানতে একটি ব্রোকার এর প্রয়োজন

• স্থানীয় অফিস পরিচালনা
• ব্যবসা পরিচালনা শুরুর জন্যই বিশাল পরিমান পূজি প্রয়োজন।
• এছাড়াও বাড়তি টাকা জামানত যদি কোন কারনে কঠিন সময় আসে যখন ক্লায়েন্ট অধিক প্রফিট করে তখন যাতে পেমেন্ট করা যায়।
• নিয়মিত রিপোর্ট জমা দেওয়া,সকল কিছু লাইসেন্স অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই এর জন্য।
• প্রতি বছর লাইসেন্স নবায়ন এর জন্য চার্জ প্রদান করা।

তারপরও সুখ্যাতিপূর্ণ ব্রোকারগন এই নিয়ন্ত্রণ সংস্থায় রেজিষ্ট্রেশন করেন এবং রেগুলেটেড হন যাতে করে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা যায়। একটি ব্রোকার রেগুলেটেড হওয়া মানেই যে আপনি চোখ বন্ধ করে তাদের উপর আস্থা রাখতে পারেন এমন নয়।

কঠোর ফরেক্স আইনগত অধিকার ব্যবস্থা

জুরিসডিকশন রেগুলেটরি সংস্থা

Country Regulatory Institution

Australia

Australian Securities and Investment Commission (ASIC)

Belarus

National Bank of the Republic of Belarus (NBRB)

Belize

International Financial Services Commission (IFSC)

Canada

Investment Industry Regulatory Organization of Canada (IIROC)

Cyprus

Cyprus Securities and Exchange Commission (CySEC)

Denmark

Financial Supervision Authority (DFSA)

Dubai (UAE)

Dubai Financial Services Authority (DFSA)

Hong Kong

Securities & Futures Commission (SFC)

Japan

Financial Services Agency (FSA)

Finland

Financial Supervisory Authority (FIN-FSA)

Netherlands

Authority for the Financial Markets (AFM)

New Zealand

Financial Markets Authority (FMA)

Russia

The Central Bank of the Russian Federation (CBR)

Singapore

Monetary Authority of Singapore (MAS)

South Africa

Financial Sector Conduct Authority (FSCA)

Switzerland

Financial Market Supervisory Authority (FINMA)

Ukraine

National Securities and Stock Market Commission (NSSMC)

United Kingdom

Financial Conduct Authority (FCA)

United States

Commodity Futures Trading Commission (CFTC)
National Futures Association (NFA)
Financial Industry Regulatory Authority (FINRA)

এই নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে রেজিষ্ট্রেশন নিয়ে যে ব্রোকারগন ব্যবসা শুরু করেন তাদের বাছাই করাই অধিক যুক্তিযুক্ত।

কিছু দ্বীপ রয়েছে যেগুলো থেকেও রেগুলেশন নেয়া যায় বেশ সহজে, অনেক ফরেক্স ব্রোকার এখান থেকে অফশোর লাইসেন্স গ্রহণ করে কারন

• খুবই সহজ এবং কম পুজিতে শুরু করা যায়
• খুবই কম প্রয়োজনীয় পুজি
• খুবই সামান্য বা কোন টেক্সই পে করতে হয় না
• অথোরিটির কাছে কোন রিপোর্ট করার প্রয়োজন হয় না
• কোন স্থানীয় অফিস বা স্টাফ প্রয়োজন হয় না।

অবশ্যই লাইসেন্স আছে এমন ব্রোকার বাছাই করুন

যে সকল ব্রোকারগুলো কঠোর নীতিনির্ধারণী সংস্থা থেকে লাইসেন্স প্রাপ্ত নয় তার অনেক সময়ই লোভনীয় অফার, যেমন কম স্প্রেড, কম কমিশন, দ্রুত উইথড্র,ডিপোজিট বোনাস ইত্যাদি সব অফার এর মাধ্যমে ক্লায়েন্টকে আকর্ষন করার চেষ্টা করেন এবং কিছুদিন ভালো কাস্টমার সার্ভিসও প্রদান করেন কিন্তু প্রায়ই এই সকল ব্রোকারকে স্কেম করতে দেখা যায়। তাই আপনি যদি লম্বা ক্যারিয়ার গঠনে আগ্রহী হন তাহলে অবশ্যই কোন একটি কঠিন নিয়ন্ত্রক সংস্থা দ্বারা লাইসেন্সকৃত ব্রোকার বাছাই করুন এবং নিরাপদ ভাবে ট্রেড করুন।

কোন ব্রোকার এর রেগুলেটরি অবস্থান কি তা কিভাবে বুঝবেন

প্রতিটি নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং অনুমোদিত ফরেক্স ব্রোকার একটি ভিন্ন আইডি নম্বর থাকে। যা ওই ব্রোকার এর ওয়েবসাইট এর মধ্যে উল্লেখ্য করা থাকে, সেই নাম্বার দিয়ে যদি আপনি ওই নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইট এ সার্চ করেন তাহলেই সেই ব্রোকার এর বিস্তারিত পেয়ে যাবেন, যদি না থাকে তাহলেই সাবধান।

যেমন ধরুন আপনি এমন কোন ব্রোকার এর লাইসেন্স যাচাই করতে চাচ্ছেন যা গ্রেট ব্রিটেন এর নিয়ন্ত্রক সংস্থা এফসিএ দ্বারা রেগুলেটেড, তাহলে আপনাকে যা করতে হবে তা হল ওই ব্রোকার এর এফসিএ লাইসেন্স নাম্বার নিয়ে তা এফসিএ এর ওয়েবসাইটে সার্চ বক্সে লিখলেই তার বিস্তারিত চলে আসবে। পাশে সে ইমেজ দেয়া হল। 

এফসিএ
এফসিএ ওয়েবসাইট

বিয়িং এ ট্রেডার এ আমরা বেশ কিছু লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার এর লিংক দিবো যাতে করে আপনি সহজে বাছাই করতে পারেন।