ফরেক্স ট্রেডিং এ লটস কি

ফরেক্স ট্রেডিং এ লটস কি?

ফরেক্স এ আপনি কোন কারেন্সি ক্রয় বা বিক্রয় এর ক্ষেত্রে একসাথে কতগুলো কিনবেন তা বাছাই করতে হবে। আপনি ১ ইউরো বা ১ ডলার ক্রয় ,বিক্রয় করতে পারবেন না। যেমন বাজারে যেয়ে আমরা চাইলে ১ টি কলমও কিনতে পারি আবার ১২ টি কলমও একসাথে ক্রয় করতে পারি। এই একসাথে ১২ টি ক্রয় এর সাথে ফরেক্স এ কারেন্সি ক্রয়, বিক্রয় এ সাদৃশ্য রয়েছে। 

আপনি যখন কারেন্সি ক্রয় করবেন তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি একসাথে কতগুলো কারেন্সি ক্রয় করতে আগ্রহী। একসাথে কতগুলো ক্রয় করবেন সে ক্ষেত্রে আপনার ব্রোকার আপনাকে বাছাইয়ের সুযোগ করে দিবেন। সুতরাং লট হল আপনি একটি একক ট্রেড এ সর্বনিম্ন কত একক কারেন্সির বাই বা সেল করবেন। 

সাধারনত ফরেক্স ব্রোকারগুলো  চার ধরনের লট অফার করে থাকে, আদর্শ লট এর আকার হল একসাথে ১০০,০০০ একক কারেন্সি, এছাড়াও রয়েছে মিনি লট যার আকার হল একসাথে ১০,০০০ একক কারেন্সি, মাইক্রো লট যাতে একসাথে ১,০০০ একক কারেন্সি থাকে, এবং নেনো লট যেখানে ১০০ একক কারেন্সি থাকে। 

লটস এর আকার

আপনি ইতিমধ্যেই জানেন যে কারেন্সিতে পরিবর্তন এর একক হল পিপ, যা খুবই সামান্য পরিমান আপনাকে এই ক্ষুদ্র পরিবর্তন থেকে অধিক প্রফিট করতে হলে যে কারেন্সি বাই সেল করবেন তার বেশ বড় ইউনিট এর ট্রেড করতে হবে। 

ট্রেডিং এর সময় লট এর উপর কি পরিবর্তন হয়?

ধরুন আপনি কোন কারেন্সির ১০০,০০০ ইউনিট ( এক আদর্শ লট) এর বাই বা সেল করবেন, তাহলে চলুন দেখে নিই ১ পিপ এর পরিবর্তন এ কত প্রফিট বা লস হবে। 

০১. USD/CAD  যার এক্সচেঞ্জ রেট হল ১.২৪০০ (.০০০১/১.২৪০০)*১০০,০০০= ৮.০৬ ইউএস ডলার প্রফিট বা লস হবে প্রতি পিপ এর পরিবর্তনে

০২. USD/JPY যার এক্সচেঞ্জ রেট ১১১.১০ (.০১/১১১.১০)*১০০,০০০= ৯ ইউএস ডলার প্রফিট বা লস হবে প্রতি পিপ এর পরিবর্তনে। 

যখন ইউএস ডলার প্রথমে না থাকে তখন সূত্রতে কিছুটা পরিবর্তন ঘটে

০১. AUD/USD এক্সচেঞ্জ রেট .৭৭০০ (.০০০১/.৭৭০০)*১০০,০০০= ১২.৯৮* .৭৭০০= ১০ ইউএস ডলার প্রতি পিপ পরিবর্তনে

০২.  EUR/USD এক্সচেঞ্জ রেট ১.২০০০ (.০০০১/১.২০০০)*১০০,০০০=  ৮.৩৩ *১.২= ১০ ইউএস ডলার প্রতি পিপ পরিবর্তনে। 

অর্থাৎ আপনি যদি এর চেয়ে কম লট নিয়ে ট্রেড করেন তাহলে প্রতি পিপ পরিবর্তন এ আপনার আয় হবে আরও কম যেমন আপনি যদি ট্রেড করেন মিনি লট নিয়ে যার মানে হল ১০,০০০ ইউনিট কারেন্সি। তাহলে প্রতি পিপ পরিবর্তন এ আপনার আয় হবে ১/১০ ভাগ। ১০ ডলার/১০ = ১ ডলার ।

মাইক্রো লট নিয়ে ট্রেড করলে অর্থাৎ ১,০০০ ইউনিট কারেন্সি ক্রয় বিক্রয় তাহলে প্রতি পিপ পরিবর্তন এ আপনার আয় হবে ১ডলার/১০ = .১০ ইউ এস ডলার 

ন্যানো লট এ পরিমান এরও ১০ ভাগের এক ভাগ। 

প্রতি পিপ পরিবর্তনে লট এর ভূমিকা

আশা করি আপনি লট সম্পর্কে স্পষ্ট ধারনা লাভ করতে পেরেছেন। প্রথমে চিন্তা করবেন আপনার একাউন্ট সাইজ এর উপর নির্ভর করে আপনি কতটা রিস্ক নিতে পারবেন বা কতটা যৌক্তিক,তারপর আপনার লট সাইজ নির্ধারন করুন। পরবর্তী আর্টিকেলগুলো তে আমরা আরও ব্যসিক নিয়ে আলোচনা করবো।