ফরেক্সে অর্ডার এর ধরণ

ফরেক্স অর্ডার এর ধরণ

ফরেক্স ট্রেডিং শুরু করার পূর্বে আপনাকে জানতে হবে ফরেক্স সাধারনত এ কত প্রকার অর্ডার করা যায়। যাতে করে আপনি বুঝতে পারেন আপনি কোন ধরনের অর্ডারে, কখন সাছ্যন্দ অনুভব করবেন এবং কিভাবে কোন ধরনের অর্ডার সম্পন্ন করতে হয়, আমরা এই আর্টিকেল এ সাধারণ অর্ডারগুলোর উপর ফোকাস করবো। 

অর্ডার এর ধরণ 

ফরেক্স এ সাধারনত দুই ধরনের অর্ডার হয়ে থাকে 

০১. মার্কেট অর্ডারঃ- যার অর্থ হল মার্কেট এ এখন যে প্রাইজ চলমান রয়েছে, বা আপনি যে ব্রোকার এ ট্রেড করছেন, সে ব্রোকার যে প্রাইজ অফার করছেন সেই প্রাইজ এ ইনস্ট্যান্ট কেনা বা বিক্রি করাই হল মার্কেট অর্ডার। 

০২. পেন্ডিং অর্ডারঃ- যে অর্ডার এখনই প্লেস না ভবিষ্যৎ এ কোন সম্ভাবনাময় মনে হওয়া প্রাইজ এ বসানো যায় তাই পেন্ডিং অর্ডার। 

মার্কেট অর্ডার 

মার্কেট অর্ডার সবচেয়ে অধিক ব্যবহৃত ধরনের অর্ডার। যে কোন ট্রেডার এর জন্য বুঝা এবং নেয়া দুটিই বেশ সহজে করা যায়। আপনি আপনার ব্রোকার এর ট্রেডিং প্লাটফর্ম এ লগিন করবেন তারপর যে কারেন্সি পেয়ার বাই সেল করতে চান তা বাছাই করবেন যেমন হতে পারে EUR/USD ,সাথে এই পেয়ার এর যে এক্সচেঞ্চ প্রাইজ রয়েছে তা ট্রেডিং উইন্ডোতে দেখা যাবে, যেমন ১.২০৫০ পাশাপাশি আপনি যদি বেস কারেন্সি বাই করতে চান তাহলে একটা প্রাইজ এবং আপনি যদি কাউন্টার কারেন্সি বাই বা বেস কারেন্সি সেল করতে চান তাহলে একটা প্রাইজ অফার করা হবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেই প্রাইজ এ ক্রয় বা বিক্রয় করতে পারেন। যাই করেন সাথে সাথে তা আপনার রানিং ট্রেড উইন্ডোতে চলে আসবে একটাই সহজ এবং দ্রুত করা সম্ভব। 

সহজে বুঝার জন্য ধরুন EUR/USD পেয়ার এর  এখনকার বিড প্রাইজ ১.২০৫০ এবং আস্ক প্রাইজ ১.২০৫২। আপনি যদি এখনই EUR/USD ক্রয় করতে আগ্রহী হন তাহলে ১.২০৫২ এই প্রাইজ এ তা আপনার কাছে বিক্রয় হয়ে যাবে। শুধুমাত্র বাই বা সেল বাটন এ ক্লিক করার সাথে সাথেই তা আপনার হয়ে যাবে। তবে জেনে রাখা প্রয়োজন মার্কেট এ প্রতিনিয়ত প্রাইজ এর উঠানামা চলতে থাকে, তাই প্রাইজ প্রতিনিয়ত পরিবর্তনও হয়, অনেক সময় যখন মার্কেট এ ভোলাটিলিটি বেশী থাকে তখন আপনি যে প্রাইজ এ কিনতে বা বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছেন তার থেকে কয়েক পিপস আগে বা পরে আপনার অর্ডার প্লেস হতে পারে। এটি অধিকাংশ সময়ই নিউজ এর সময় ঘটে থাকে। 

পেন্ডিং অর্ডার আবার দুই ধরনের 

০১. লিমিট অর্ডার  এবং ০২. স্টপ অর্ডার

লিমিট অর্ডার 

লিমিট অর্ডার হল মার্কেট এখন যে প্রাইজ এ রয়েছে আপনি বিশ্বাস করছেন যে সে প্রাইজ থেকে আরও বেশ কিছুটা কমবে এবং তারপর বাই হবে যার ফলে প্রাইজ কমে, আপনি যে লেভেল এ প্রাইজ যেতে পারে বলে বিশ্বাস করেন সেই লেভেল এ বাই অর্ডার বসাতে পারেন, আবার একই ভাবে আপনি যখন মনে করবেন যে প্রাইজ এর থেকে অধিক বেড়ে তারপর সেল হবে তখন আপনি সেই লেভেল থেকে সেল অর্ডার বসাতে পারেন এই ধরনের অর্ডারকেই লিমিট অর্ডার বলা হয়।

=> কোন ট্রেড যখন বর্তমান প্রাইজ এর চেয়ে কম প্রাইজ এ ভবিষৎ এ কোন একটি নির্দিষ্ট প্রাইজ এ বাই অর্ডার প্লেস করা হয় এই অর্ডার এর ধরনই হল বাই লিমিট।

=> কোন ট্রেড যখন বর্তমান প্রাইজ এর চেয়ে অধিক প্রাইজ এ ভবিষৎ এ কোন একটি নির্দিষ্ট প্রাইজ এ সেল অর্ডার প্লেস করা হয় এই ধরনের অর্ডারই হল সেল লিমিট।  

বাই লিমিট এবং সেল লিমিট

উপরের ছবিতে নীল ডটগুলো হল বর্তমান প্রাইজ, এবং সবুজ রেখা হচ্ছে আপনি মনে করেন যে প্রাইজ মার্কেট যেতে পারে এবং যে প্রাইজ থেকে আপনি বাই অর্ডার প্লেস করতে চান। লাল রেখা হচ্ছে আপনি মনে করেন যে প্রাইজ মার্কেট যেতে পারে এবং যে প্রাইজ থেকে আপনি সেল অর্ডার প্লেস করতে চান।

লিমিট অর্ডার আপনি তখনই সেট করবেন যখন আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বা অধিক সম্ভাব্য। যে প্রাইজ ভবিষৎ এর কোন নির্দিষ্ট প্রাইজ থেকে বিপরীত দিকে যেতে পারে এবং একটি সম্ভাব্য প্রাইজ এ বাই লিমিট বা সেল লিমিট যে কোন একটি অর্ডার প্লেস করতে পারেন। 

উদাহরনসরূপ মনে করুন যে GBP/USD এর প্রাইজ এখন ১.৩৯৫০ কিন্তু আপনার স্ট্রেটিজি অনুযায়ী এখনই বাই বা সেল করতে আপনি আগ্রহী নন, যদি প্রাইজ আরও ৪০ পিপস বাড়ে অর্থাৎ ১.৩৯৯০ আপনি সেই প্রাইজ এ সেল অর্ডার করতে চান কিন্তু আপনি তখন স্ক্রিন এর সামনে থাকতে নাও পারেন বা কখন হবে তারও কোন নির্দিষ্ট সময় আপনার জানা নেই। তখন আপনি চাইলে লিমিট অর্ডার প্লেস করতে পারেন এবং আপনি স্ক্রিন বন্ধ করে আপনার যে কোন অন্য কাজে সময় দিতে পারেন যদি মার্কেট প্রাইজ ১.৩৯৯০ লেভেল এ আসে তখনই আপনার ট্রেড প্লেস হয়ে যাবে। এটি কি চমৎকার একটি সুযোগ নয় ? 

একইভাবে যদি বাই লিমিট অর্ডার প্লেস করতে আগহী হন তাহলে ১.৩৯১০ লেভেল বা আপনি যে প্রাইজকে সম্ভাবনাময় মনে করেন,সে প্রাইজ এ মার্কেট প্রাইজ যখন টাচ করবে তখনই আপনার বাই লিমিট অর্ডার প্লেস হয়ে যাবে। 

স্টপ এন্ট্রি অর্ডার 

আপনি যখন বিশ্বাস করেন যে প্রাইজ বর্তমানে যে অবস্থানে আছে যদি সেই প্রাইজ থেকে ভবিষৎ এ কোন একটি লেভেল ক্রস করে তখন সেই পেয়ার এর প্রাইজ আরও বাড়তে পারে বা কমতে পারে তখন আপনি সেই লেভেল এ যে ট্রেড প্লেস করেন এই ধরনের অর্ডারকেই স্টপ এন্ট্রি অর্ডার বলা হয়। অর্থাৎ প্রাইজ বর্তমান প্রাইজ এর চেয়ে অধিক হলে বাই অর্ডার বা কমলে সেল অর্ডার এই ধরনের অর্ডারই স্টপ এন্ট্রি অর্ডার।

=>  কোন ট্রেড এ যখন বর্তমান প্রাইজ এর চেয়ে অধিক প্রাইজ এ ভবিষৎ এর কোন একটি নির্দিষ্ট প্রাইজ এ বাই অর্ডার প্লেস করা হয় এই অর্ডার এর ধরনই হল বাই স্টপ অর্ডার।

=> কোন ট্রেড এ যখন বর্তমান প্রাইজ এর চেয়ে কম প্রাইজ এ ভবিষৎ এর কোন একটি নির্দিষ্ট প্রাইজ এ সেল অর্ডার প্লেস করা হয় এই অর্ডার এর ধরনই হল বাই স্টপ অর্ডার।

বাই স্টপ এবং সেল স্টপ

উপরের ছবিতে নীল ডটগুলো হল বর্তমান প্রাইজ, এবং সবুজ রেখা হচ্ছে আপনি মনে করেন যে প্রাইজ এ মার্কেট যদি যায় বা ক্রস করে তাহলে সেই প্রাইজ থেকে আপনি বাই অর্ডার প্লেস করতে চান কারন আপনি মনে করেন তখন প্রাইজ আরও বাড়তে পারে। লাল রেখা হচ্ছে আপনি মনে করেন যে প্রাইজ এ মার্কেট যদি যায় বা ক্রস করে তাহলে সে প্রাইজ থেকে আপনি সেল অর্ডার প্লেস করতে চান কারন আপনি মনে করেন তখন প্রাইজ আরও বাড়তে পারে।

উদাহরনসরূপ মনে করুন EUR/USD এর এক্সচেঞ্জ রেট বর্তমান মার্কেট এ ১.২০৫০ কোন ট্রেডার মনে করছেন যে প্রাইজ ১.২১০০ লেভেল ক্রস করলে আরও বৃদ্ধি পাবে কারন এটি তার সিস্টেম অনুযায়ী এমন পয়েন্ট যে প্রাইজ থেকে মার্কেট এ আরও নতুন বায়ারদের এন্ট্রি হবে যার ফলে প্রাইজ আরও বৃদ্ধি পাবে যার ফলে সে বর্তমান সময়ের প্রাইজ এ ট্রেড প্লেস না করে ভবিষৎ এর সম্ভাবনাময় প্রাইজ এ ট্রেড প্লেস করতে আগ্রহী,অর্ডার প্লেস করা থাকলে যখনই মার্কেট প্রাইজ ১.২১০০ তে যাবে তখনই ট্রেড প্লেস হয়ে যাবে। 

একইভাবে সেল স্টপ এর ক্ষেত্রেও প্রাইজ ১.২০০০ লেভেল বা আপনি যে প্রাইজকে সম্ভাবনাময় মনে করেন মার্কেট সে প্রাইজ এ টাচ করলে সেল অর্ডার প্লেস হয়ে যাবে। 

স্টপ লস অর্ডার

এটি এমন একটি অর্ডার যে আপনার কোন নেয়া ট্রেড একটি নির্দিষ্ট প্রাইজ এ পৌঁছানোর পর ওই ট্রেড ক্লোজ হয়ে যাবে। এটি একটি চমৎকার সুযোগ যাতে করে আপনার নেয়া ট্রেড যদি কোন কারণে সঠিক দিকে না যায় তারপরও যাতে আপনার ট্রেডিং ব্যাল্যান্স এর অনেক বেশী পরিমাণ লস না হয়ে যায়। 

=> যদি আপনার ট্রেড লং পজিশন এর হয় তাহলে এই স্টপ লস অর্ডার এক ধরনের সেল স্টপ অর্ডার।

=> যদি আপনার ট্রেড শর্ট পজিশন এর হয় তাহলে এই স্টপ লস অর্ডার এক ধরনের বাই স্টপ অর্ডার। 

স্টপ লস অর্ডার এর প্রয়োজনীয়তা

পৃথিবীর যে কোন অর্থনৈতিক মার্কেট এ অনিশ্চয়তায় ভরপুর, আর ফরেক্স মার্কেট তো পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক মার্কেট তাই এই মার্কেট ও অনিশ্চিত মুবমেন্ট হয়ে থাকে।কেউ নিশ্চিত করে বলতে পারবে না প্রাইজ কত সময়,কোন দিকে থাকতে পারে তাই আপনার কোন নেয়া ট্রেড যাতে করে আপনার টেডিং ব্যাল্যান্সের অনেক বেশী ক্ষতি না করতে পারে তার জন্য এই অর্ডার টাইপ সবচেয়ে অধিক জরুরী। 

উদাহরনসরূপ মনে করুন যে GBP/USD এর প্রাইজ  ১.৩৯৯০ তে গেলে আপনার সেল লিমিট অর্ডার ট্রিগার করে এবং তারপর প্রাইজ আর ফিরে না এসে আরও অধিক হয়ে যেতে পারে কিন্তু আপনি ট্রেড এর সামনে বসে পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন না কারন আপনার কোন কাজে ব্যস্ত থাকতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার সেই ট্রিগার করা ট্রেড এর প্রাইজ থেকে থেকে ৩০ পিপস উপরে বা আপনার সুবিধা অনুযায়ী স্টপ লস সেট করতে পারেন। যাতে করে আপনি না থাকলেও প্রাইজ যতই উপরে উঠুক তা আপনার ট্রেডিং ব্যাল্যান্স এর সামান্যই ক্ষতি করতে পারবে আবার আপনার জীবনের কোন ইভেন্টও মিস হয়ে যাবে না।

সঠিকভাবে অর্ডার প্লেস করতে হবে অর্ডার এর ধরণ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে এবং সঠিকভাবে তা প্লেস করতে হবে। এটি আপনার জীবনকে সহজ করবে পাশাপাশি আপনার ট্রেডিং ক্যারিয়ার এরও অগ্রগতি অব্যহত থাকবে।