ট্রেডিং এই পৃথিবীর সবচেয়ে আকাংক্ষিত পেশাগুলোর একটি, যেখানে আয়ের কোন নির্দিষ্ট বাধাধরা পরিমাণ থাকে না, সময়ের কোন বাধা থাকে না, সবচেয়ে স্মার্ট পেশাও বটে। তাই ট্রেডিং এ দক্ষতা অর্জনও সময়সাপেক্ষ এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই আসে, যিনি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অতিক্রম করেন কেবল তিনিই হলে উঠেন সফল ট্রেডার। এই চ্যালেঞ্জ গুলো একজন ট্রেড্রার এর জন্য বাধাতো নয়ই বরং সফল ট্রেডার এবং মানুষ হওয়ার পথে পাথেয়।
ট্রেডিং ক্যরিয়ার এর শুরুতে সাধারণত এই সকল ভুলগুলো যা একজন ট্রেডার এর একাউন্ট এবং ক্যারিয়ার এর ক্ষতিসাধন করে।
নাম্বার ১. কোনভাবেই লস মেনে নিতে না চাওয়া, যে কোন ব্যবসায়ে লাভ লোকসান খুবই স্বাভাবিক ঘটনা। যা মেনে নিতে না পারলে কি ব্যবসায়ী হয়ে উঠা সম্ভব ?
নাম্বার ২. কোন ট্রেড যখন বিপক্ষে যায় এই আশায় পজিশন ধরে থাকা যে প্রাইজ তার অবস্থান পরিবর্তন করে তার নেয়া ট্রেড এর পক্ষে চলে আসবে, যদিও লস এর পরিমান আশঙ্কাজনক অবস্থায় থাকে।
নাম্বার ৩. মার্কেট এ যা ঘটছে তা মেনে না নিয়ে নিজস্ব মত মার্কেট প্রাইজ এর উপর প্রতিষ্ঠিত করতে চাওয়া, এই সাইকোলজিটি অনেকটা এমন যে তখন একজন ট্রেডার মার্কেট এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান ” আমিই সঠিক মার্কেট ভূল”।
নাম্বার ৪. একটি ট্রেড এর মান এর বিবেচনা করতে হলে কিছু বিষয় পর্যালোচনা করা প্রয়োজন যেমন ট্রেন্ড এর দিক, শক্তিমত্তা এছাড়াও আরও কিছু বিষয়, কিন্তু একজন অদক্ষ ট্রেডার তেমন কিছুই পর্যালোচনা না করে, মূল লক্ষ্যে থাকে কত টাকা আয় করা যাবে তার উপর। যা তার সঠিকভাবে মার্কেট উপলব্ধি করার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
নাম্বার ৫. রিভেঞ্জ ট্রেডিং- যখন কোন ট্রেড থেকে লস মেনে নিতে হয় এবং তার পর মার্কেট আবার ট্রেড এর দিকে মুব করে তখন যে কোন ট্রেডারগন এরই কষ্ট হয়, তবে অভিজ্ঞ ট্রেডারগন তা মেনে নিয়ে আবার নতুন পরিকল্পনা করে এগিয়ে যান। কিন্তু অনভিজ্ঞ একজন ট্রেডার প্রচন্ড রেগে যান এবং রাগ থেকে ভূল সিদ্বান্ত নেন, যেমন এই ট্রেড আমার যতটুকু লস এর কারন হয়েছে তা আমাকে তুলতেই হবে, যে করেই হোক প্রয়োজন এ সারারাত ট্রেড করবো তবুও, ট্রেড এর ভলিউম বাড়িয়ে, অযৌক্তিক ট্রেডিং আরও অনেক ভূল।
নাম্বার ৬. মার্কেট সম্ভাব্য ট্রেন্ড এর পরিবর্তন যদিও তিনি বুঝতে পারেন, তারপরও নিজের অবস্থান এ থাকা বা একগুঁয়ে মানসিকতা।
নাম্বার ৭. বিশাল এই মার্কেট এ আপনি যে কোন পরিমান পূঁজিই বিনিয়োগ করেন না, তা মার্কেট ছোট একটি সময়ের ক্যান্ডেল এর পরিবর্তন এর জন্য যথেষ্ট নয়, তাই ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে যা আপনার ব্যক্তিত্বের সাথে যায় এবং সে অনুযায়ী ট্রেড করা, কিন্তু এর অদক্ষ ট্রেডার এর সাধারণত নিজস্ব সিস্টেমই থাকে না থাকলেও তা অনুসরণ করেন না।
নাম্বার ৮. প্রাইজ এর কোন একটি পরিবর্তন এর আভাস পেয়েছেন বা অনুমান করেছেন, বা বিল্ড হতে দেখেছেন কিন্তু যখন সঠিক সময় এসেছে তখন সিদ্ধান্তহীনতায় ভোগা এবং সুযোগ মিস করে ফেলা।
নাম্বার ৯. নিজস্ব প্রবৃত্তি বা অন্তর্নিহিত মনোভাব কে সঠিক সময়ে না শোনা।
নাম্বার ১০. সময়ের সাথে সাথে ট্রেডিং এ সফলতার একটি প্যাটার্ন তৈরি করা এবং বেশ ভালো ফলাফল ও আসে কিন্তু একটি বা দুটি ভূল ট্রেড এর ফলে সকল প্রফিট হারিয়ে ফেলা এবং একই ঘটনার পুনরাবৃত্তি।
এই ভূলগুলো শুধরে নিয়ে সফল ট্রেডিং ক্যরিয়ার গঠনে যে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন।
নাম্বার ১. প্রথমে শিখতে হবে কিভাবে ইতিবাচক থেকে লক্ষ্যে অর্জন করতে হয়, কোন ভয়ে (যদি এই ট্রেড এ লস হয় তাহলে কি হবে, যদি ফান্ড হারিয়ে ফেলি তা হলে কি হবে) আতংকিত না হয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন কিভাবে।
নাম্বার ২. সফল ট্রেডার হতে যে যে দক্ষতা অর্জনের প্রয়োজন সেই স্কিলগুলো সম্পর্কে জানা এবং স্থিরভাবে সেগুলো অর্জনে মনোনিবেশ করা এবং কিভাবে প্রতিনিয়ত সেগুলো আরও শানিত করা যায় সেই লক্ষ্য প্রচেষ্টারত থাকা । টাকা উপার্জন করা নয়, দক্ষতা অর্জন করতে পারলে, মানসম্মত ট্রেড করতে পারলে এর থেকে যা উৎপাদন হবে তা আর কোন পণ্য নয়, “টাকা”।
নাম্বার ৩. মার্কেট এ কোন ফান্ডামেন্টাল পরিবর্তন এর সাথে দ্রুত নিজেকে মানিয়ে নেয়া।
নাম্বার ৪. একাউন্টএ ডিপোজিট এর উপর নির্ভর করে কতটুকু রিস্ক সঠিক তা জানা এবং সে অনুযায়ী ট্রেড করা।
নাম্বার ৫. কিভাবে দ্রুত ট্রেডিং সিদ্ধান্ত নিতে যখন ট্রেড আপনার সুযোগ আসে, বা আপনার ট্রেডিং সেটাপ অনুযায়ী ট্রেড নেয়ার সু্যোগ হয়।
নাম্বার ৬. মার্কেটে সবসময় কিছু না কিছু ঘটতে থাকে, মার্কেট এই সকল ঘটনার মাধ্যমে আমাদের কিছু বলতে থাকে, যা একজন দক্ষ ট্রেডার বুঝতে পারে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম, কোন কল্পনাপ্রসূত প্রাইজ এর সম্পর্কে আশা বা স্বপ্ন না দেখা।
নাম্বার ৭. মার্কেট তার নিজস্ব গতিতে মুব করতে থাকে,যা আমাদের প্রতিনিয়ত ভাবায় এই গতিবিধি সম্পর্কে আমাদের নিয়ন্ত্রিতও থাকে না অনেক সময়,কিন্তু সফলতার জন্য তা অত্যাবশ্যক। এই অনিয়ন্ত্রিত ধারনার নিয়ন্ত্রণ নেয়া শিখতে হবে, এই নিয়ন্ত্রণ নেয়া কিভাবে স্থায়ী করা যায় তাতে দক্ষতা অর্জন।
নাম্বার ৮. মার্কেট কখনোই ভূল নয়,সবসময়ই সঠিক, ট্রেডারগন সম্মিলিতভাবে যে একশন নেয় তার প্রতিফলনই আমরা প্রাইজ এ দেখতে পাই, তাই ভূল যা তা হলো আমাদের অতিবাস্তব কল্পনাপ্রসূত ধারণা ফলে ভূল হয়, মার্কেট এর বাস্তব রুপ সম্পর্কে ধারণা অর্জন করা এবং সেই দক্ষতা আরও শানিত করা
নাম্বার ৯. কিভাবে সঠিক তথ্য জানা বা বুঝা যায় তা অর্জনের দক্ষতা। এবং সেই তথ্য কাজে লাগিয়ে প্রতিনিয়ত ট্রেড করা।
নাম্বার ১০. ট্রেডিং জার্নাল মেইনটেইন করা, প্রতিটি ট্রেড নেয়ার পূর্বে তার কারন, কত রিস্ক, রিওয়ার্ড রেশিও তা ঠিক করে নেয়া। সপ্তাহের শেষে সেগুলো পর্যালোচনা করা।
নাম্বার ১১. প্রতিনিয়ত শিখতে থাকা, ভিবিন্ন সফল ট্রেডার দের সাথে সাক্ষাৎ, তাদের ওয়েবসাইট এ নিয়মিত ভিসিট করা, বই পড়া।
সফল ট্রেডিং মানে আপনি চাইলে আপনার ইচ্ছেমতো জীবন গঠনের লাইসেন্স পাওয়ার মতো, তাই এর জন্য মেধা বিনিয়োগ, শ্রম, সাধনা, ধৈর্য এবং সময়ের প্রয়োজন। তাই ট্রেডিং সফলতার জন্য এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আপনি যত দ্রুত সম্ভব আয়ত্ত করতে পারবেন ততই সফল ভাবে ট্রেড করতে পারবেন।