ট্রেডিং এ সফলতার জন্য অনেক গুলো ধাপ অতিক্রম করা জরুরী, যেমন জীবনে সফলতার জন্য একজন মানুষকে বেশ কিছু পদক্ষেপ অতিক্রম করতে হয়। একজন সফল ট্রেডার একজন সফল মানুষও বটে আমার মতে একজন ব্যক্তিকে সফল ট্রেডার হওয়ার পূর্বে একজন ভাল মানুষ হওয়া জরুরী। সফল ট্রেডার এর সংখ্যা খুবই কম তেমনিভাবে ভালো মানুষেরও। চলুন “দ্যা ডিসিপ্লিনড ট্রেডার- ডেবেলপিং উনিং এটিটিউড” বইয়ের লেখক মার্ক ডগলাস এর মতে একজন সফল ট্রেডার হওয়ার জন্য যে পদক্ষেপগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো সম্পর্কে।
প্রথম পদক্ষেপঃ আপনার যা শেখা প্রয়োজন সেদিকে লক্ষ্য স্থির রাখা
প্রথমেই ট্রেডিং সম্বন্ধে আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ,যদি এখন আপনার কাছে ট্রেডিং এর একমাত্র লক্ষ্য হয় টাকা উপার্জন, তাহলে এখনই আপনাকে এই লক্ষ্য পরিবর্তন করে তা ট্রেডিং রুলস, ডিসিপ্লিন, ট্রেডিং সিস্টেম, এই বিষয়গুলোর দিকে নিতে হবে। যদি আপনার এই ফোকাস পরিবর্তনের যথেষ্ট সামর্থ্য না থাকে তাহলে তা শিখতে হবে যতক্ষন না পর্যন্ত আপনি তা করতে সামর্থ্য হচ্ছেন। আপনাকে আপনার লক্ষ্য অর্জনে যে পদক্ষেপগুলো রয়েছে প্রথমে সেগুলোতে দক্ষতা অর্জন করতে হবে, শেষের ফলাফল কি হবে সেদিকে লক্ষ্যে নিবন্ধিত না করে। শেষের ফলাফল অর্থাৎ টাকা, তা হল আপনি যা জানেন এবং আপনার জানা জ্ঞান কতটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তার উপর স্বয়ংক্রিয়ভাবে আসবে।
আপনার লক্ষ্য যদি সিস্টেম এর উপর থাকে তাহলে আপনি ট্রেড এর দ্বায়িত্ব সম্পূর্ণরূপে নিতে সক্ষম হবেন, আর যদি টাকা হয় তাহলে মার্কেট এরও কিছু দ্বায়িত্ব থাকবে আপনার মতে , আপনাকে টাকা আয় করিয়ে দেয়ার, যা অবাস্তব এবং ধ্বংসাত্মক।
প্রফেশনাল ট্রেডারগণ জানেন কোন গুনগুলোতে ফোকাস করতে হবে এবং ব্যবহার করেন ইতোমধ্যেই, তাই তাদের মতো করে টাকা আয় করতে হলে আপনাকে প্রথমে সেই গুণগুলোতে দক্ষতা অর্জন করতে হবে। সিস্টেম এর উপর গুরুত্ব না দিয়ে বা নির্দিষ্ট কোন ট্রেডিং সিস্টেম না থাকলে আপনি টাকা হয়তোবা কখনও কখনও যদি আয় করেনও তবুও তা একটি, দুইটি ট্রেড বা ট্রেডিং সেশনে হারিয়েও যাবে।
দ্বিতীয় পদক্ষেপঃ- প্রতিটি ট্রেড নেয়ার পূর্বে, আপনার লস এর পরিমাণ নির্ধারিত করে নিন
আমরা স্বভাবতই লস মেনে নিতে পারি না, কিন্তু যে কোন ব্যবসাই আপনি করেন না কেন, লস তো ব্যবসারই অংশ। তেমনিভাবে ফরেক্স ট্রেড শুরু করার পূর্বে যদি আপনি মেনে নেন লসও হতে পারে তাহলে আপনি পূর্বপ্রস্তুত থাকবেন, এবং আপনার নেয়া প্রতিটি ট্রেড এ যদি পূর্ব নির্ধারিত লস এর পরিমাণ নির্দিষ্ট থাকে, তাহলে কোন ট্রেড এর লস আপনাকে বিব্রত করার সম্ভাবনা কমে যাবে, বা যে কষ্ট পাওয়ার কথা তার পরিমাণও কমবে। অধিকাংশ সফল ট্রেডারগনই লস এর অভিজ্ঞতায় কষ্ট পেয়েছেন, ভয় পেয়েছেন, কিন্তু একটি পর্যায়ে এসে তারা বুঝতে পেরেছেন যে ভয় বা কষ্ট না পেয়ে তাদের যা করা প্রয়োজন ছিল তা করতে পারলেই ট্রেডিং এ সফলতা আসবে। কি করতে হবে ? লস মেনে নেয়ার সামর্থ্য অর্জন, এই দক্ষতা অর্জন এর জন্য, লস এর মুখোমুখি হওয়া এবং যে লস হয় তা মেনে নেয়া। এটি অর্জন সহজ নয়, তবে সফল ট্রেডার হওয়ার পথে এই দক্ষতা অর্জন অভশ্যম্ভাবী।
যত দ্রুত সম্ভব আপনার লস হওয়া ট্রেড ক্লোজ করতে হবে, এই আশায় ট্রেড ধরে রাখলে যে প্রাইজ আবার আপনার নেয়া ট্রেড এর পক্ষে আসবেই, যা ট্রেডারদের ক্যারিয়ার ধ্বংসের বড় কারনগুলোর একটি, কারন অনেক সময় ফিরে আসলেও, মাঝে মাঝে এই একটি দুটি ট্রেডই আপনার একাউন্ট এর সকল প্রফিট নিয়ে নিতে পারে।
আপনার লস সম্পর্কে জেনে ট্রেড শুরু করা, এবং আপনার লস এর ট্রেড গুলোকে যতদ্রুত সম্ভব কেটে দিতে পারলে আপনি আপনার প্রফিট বৃদ্ধি করার জন্য সর্বোত্তম পথ পেয়ে যাবেন।
তৃতীয় পদক্ষেপঃ- মার্কেট এর একটি মাত্র আচরণ এ অভিজ্ঞতা অর্জন করুন
মার্কেট এর সকল ডাটা সম্পর্কে জ্ঞান নেয়ার জন্য পরিপূর্ণ দক্ষতা অর্জনের পূর্বে, প্রথমে যে দক্ষতা করা প্রয়োজন তা হলো একক কোন তথ্য অর্জন করা, যাতে করে তা সহজে উপলব্ধি করা যায়, তারপর এক সময় আরও অধিক তথ্য সংগ্রহ করা। অনেক অবিজ্ঞ ট্রেডারগন মনে করেন প্রথমে যে কোন একটি কারেন্সি পেয়ার, বা একটি মাত্র ট্রেডিং প্যাটার্ন এ দক্ষতা অর্জন করতে হবে প্রথমে, যখন আপনি এই নির্দিষ্ট প্যটার্ন বা পেয়ার এ দক্ষতা অর্জন করবেন তারপর আপনার কাজ হল পেয়ার এবং প্যাটার্ন এর সংখ্যা বৃদ্ধি করা।
চতুর্থ পদক্ষেপঃ- একটি মাত্র ট্রেডিং সিস্টেম অনুযায়ী নিখুঁতভাবে ট্রেড দিতে সক্ষমতা অর্জন
সঠিকভাবে এবং সঠিকসময়ে ট্রেড নিতে পারা, একজন সফল ট্রেডার এর অনেক বড় দক্ষতা। অনেক সময়ই এমন হবে যে আপনি যেমন চেয়েছিলেন, যে প্রাইজ এ একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার আসলে আপনি ট্রেড নিবেন বলে ভেবেছিলেন সেই প্রাইজ এ মার্কেট আসার পরও আপনি ট্রেড নিতে পারেননি। কিন্তু সফল ট্রেডারগণ এ ভুলগুলো বা ঝড়তাগুলো মুক্ত তারা তাদের সিস্টেম অনুযায়ী ট্রেড ট্রিগার করলেই সাথে সাথে ট্রেড নিয়ে নেন।
আপনি যখন একটি নির্দিষ্ট ট্রেডিং সিস্টেম এ দক্ষ হয়ে উঠবেন তখন আপনিও দেখবেন আপনার সিস্টেম অনুযায়ী যতবার ট্রেড নেয়ার সুযোগ আসবে আপনি ততবারই ট্রেড নিতে সক্ষম হবেন।
পঞ্চম পদক্ষেপঃ- সম্ভাবনা নিয়ে ভাবতে শিখার দক্ষতা অর্জন
যখন আপনার পূর্বের প্রয়োজনীয় স্কিলগুলোতে দক্ষতা অর্জিত হবে তখন মার্কেট এর প্রাইজ মুভমেন্ট সম্পর্কে আগাম ধারণা করার দক্ষতাও সময় সাপেক্ষ হলেও তা অর্জন করা যাবে।
সেই দক্ষতা অর্জনে প্রয়োজনীয় কিছু প্রশ্ন যা আপনি আপনাকে করতে পারেন
০১. মার্কেট এই মূহুর্তে আপনাকে কি বলতে চায়
০২. কে বা কারা মার্কেট এ প্রবেশ করছে আর বেরিয়ে যাচ্ছে?
০৩. কি পরিমাণ শক্তি এর সাথে জড়িত রয়েছে
০৪. মোমেন্টাম এর গঠন হচ্ছে কি ?
০৫. এই মোমেন্টাম কি কোন কিছুর সাথে তুলনীয়?
০৬. কি ঘটলে আপনি বুঝবেন যে মোমেন্টাম এর পরিবর্তন হচ্ছে?
০৭ এটি কি ট্রেন্ড এর দুর্বলতার বহিঃপ্রকাশ নাকি সাধারণ রিট্রেসমেন্ট?
০৮. কোন একটি ধারাবাহিক প্যাটার্ন চলমান থাকার পর হটাৎ করে যদি তাতে ব্রেক হয় এবং তারপর প্রাইজ আবার বায়ার এবং সেলারদের মধ্যে ব্যালেন্স প্রতিষ্ঠিত হয় এর অর্থ কি হতে পারে?
০৯. এমন কোন প্রাইজ কি/ বা অবস্থান কি রয়েছে যেখানে অবশ্যই এক দল অন্য দলের উপরে ক কর্তিত্ব স্থাপন করবে? যদি এমন হয় এবং অন্যদল নিজেদেরকে লুসার/পরাজিত মেনে নিতে তখনও কিছু সময় এর প্রয়োজন হয়, তারা কত সময় নিয়ে নিজেদের সম্পূর্ণ ছত্রভঙ্গ বলে মনে করেন? তাদের অবস্থান থেকে?
১০. যদি তারপরও তারা/ বা কোনভাবেই তারা ছত্রভঙ্গ না হয় তাহলে তা আপনাকে কি বলবে?
১১. অতীতের তুলনায়, বর্তমান প্যাটার্ন তৈরিতে একজন ট্রেডারকে কি বিশ্বাস করতে হবে? মানুষের বিশ্বাস সহজে বদল হয় না যদিনা তারা অতিরিক্ত হতাশ হয়। মানুষ হতাশ হয় যখন তারা বুঝতে পারে কোনভাবেই তাদের আশা পরিপূর্ণ হয়না।
১২. পূর্বপ্রতিষ্ঠিত শক্তি কোন অবস্থান দ্বারা হতাশ হতে পারে বলে আপনি মনে করেন?
১৩. সেই ঘটনা ঘটার সম্ভাবনা কতোটুকু?
১৪. আপনার কন একটি নিতে চাওয়া ট্রেড এর ঝুঁকির পরিমাণ কতোটুকু?
১৫. আপনি যতোটুকু ঝুঁকি নিচ্ছেন সে তুলনায়, প্রফিট হতে হলে যে মুভমেন্ট প্রয়োজন তার সম্ভাবনা কি মার্কেট এর আছে?
ট্রেডারগণ কোন অবস্থানে কি করবে বা ট্রেড এক্সিট করবে নাকি ব্যালান্স এর ব্যাকআপ দিবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে ধারণা করা যায়, যেমন যদি ট্রেডারগণ প্রাইজ কে পূর্বের লো থেকে নিচে নিয়ে যেতে সক্ষম হয় তা অর্থ কি হতে পারে?
ছষ্ঠ পদক্ষেপঃ- অবজেক্টিব হতে শিখতে হবে, মার্কেট যেমন তেমন করে দেখা শিখতে হবে
মার্কেট আমাদের মতন করে না, তার নিজের মতন করেই মুব করে, আমাদের পরিকল্পনা অনুযায়ী মার্কেট মুব করবে না এটাই স্বাভাবিক তা মেনে নেয়ার দক্ষতা অর্জন। অনেক সময় মার্কেট আমাদের নেয়া ট্রেড এর পক্ষে না যেয়ে বিপরীত দিকে যায়, এবং আমরা কষ্ট পাই, কখনো কখনো রেগে যাই যখন আমাদের স্টপ হিট করে আমাদের টেক প্রফিট পয়েন্ট এর দিকে যায়।
এছাড়াও রাগ হয় যখন আমরা আমাদের ট্রেড লস এ ক্লোজ করে মার্কেট প্রাইজ যেদিকে ছুটে সেদিকে ট্রেড নিই কিন্তু আবারও প্রাইজ এর পরিবর্তন হয়, লস মেনে নেয়া ট্রেড এর দিকে। কিন্তু আমরা রেগে যাই বা কষ্ট পাই তাতে মার্কেট এর কিছুই এসে যায় না। আমরা ইমোশনাল, আমরা যখন আরেকজন ইমোশনাল মানুষ এর সাথে জড়িত হই তখনও তো এমন হয় যখন সেই মানুষও আমাদের আবেগ এর মূল্যায়ন করে না, তাহলে কিভাবে আমরা ইমোশন নেই এমন মার্কেট থেকে দয়া, মায়া আশা করতে পারি?
তাই আমাদেরকে যা ঘটে তাই, যেভাবে ঘটে সেভাবেই মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। আপনি মানসিক ভাবে এই অবস্থানে আছেন কিনা তা কিভাবে বুঝবেন? তার জন্য কিছু প্রশ্নের উত্তর যা আপনার জানা প্রয়োজন।
=> আপনি কোন ধরনের ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে বা থামিয়ে রাখতে কোন রকমের প্রেসার/চাপ অনুভব করবেন না।
=> কোন রকমের ভয় এর অনুভূতি হবে না
=> প্রত্যাখ্যাত হওয়ার কোন অনুভূতি হবে না
=> ট্রেডিং এ কোন ভূল বা সঠিক নেই, তা মেনে নেয়া
=> লস হলেও অনেক কষ্ট ,আবার প্রফিট হলেও অনেক আনন্দিত অনুভব না করা
=> আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি তাই করছেন যা মার্কেট এর এই পরস্থিতিতে আপনার সিস্টেম অনুযায়ী করা উচিত
=> ট্রেড মধ্যে থেকেও না থাকার অনুভুব এবং ট্রেড এর মধ্যে না থেকেও এই অনুভূতি যে ট্রেড রানিং থাকলে কেমন লাগত তা উপলব্ধি করার দক্ষতা অর্জন
=> আপনি কত টাকা আয় করতে পারলেন তার উপর না করে, মার্কেট এর গঠন এর উপর লক্ষ্য নিবন্ধ করেন।
সপ্তম পদক্ষেপঃ- নিজেকে মনিটর করার দক্ষতা অর্জন করা
ট্রেড চলাকালীন সময়ে এবং ট্রেড যখন চলছেনা যখন আপনার নেয়া ট্রেড থেকে প্রফিট হয় তখন আপনার মানসিকতা কেমন হয়, যখন লস হয় তখন মানসিকতা কেমন হয়, মার্কেট এর কোন তথ্যগুলোতে আপনি লক্ষ্যস্থির করছেন, সবসময় এই বিষয়গুলোতে মনোনিবেশ করা প্রয়োজন।
আপনি সফল ট্রেডিং ক্যরিয়ার গঠন করার স্বপ্ন বুকে লালন করলে এই পদক্ষেপগুলো অতিক্রম করেই আসতে হবে এর কোন সংক্ষিপ্ত পদ্ধতি নেই, যারা সংক্ষিপ্ত পদ্ধতি খুঁজে বের করার প্রচেষ্টায় রত ছিল তারাই আজ মার্কেট এ নেই। মার্কেট কে দোষারোপ করতেও তারা ছাড় দেয় না, মার্কেট থেকে হবে না, আয় করা যাবে না, এখান থেকে আয় করে এমন কেউ নেই এই সমস্ত নানা ধরনের কথা যা একজন ব্যর্থ ট্রেডার বলে থাকেন। চলুন আমরা একসাথে সফলতার পদক্ষেপ গুলো অনুসরন করি এবং সফল ট্রেডিং ক্যরিয়ার গঠন করি।