টেকনিক্যাল এনালাইসিস হল ঐতিহাসিক প্রাইজ এর পর্যালোচনার মাধ্যমে প্রাইজ এর মুবমেন্ট এর প্যাটার্ন ও বর্তমান ট্রেন্ড সনাক্ত করা এবং ভবিষ্যৎ এর প্রাইজ মুবমেন্ট এর সম্ভাবনা নির্ধারণ। টেকনিক্যাল করতে জন্য বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটর, অধ্যায়ন এবং অন্যান্য এনালাইসিস টুলস এর ব্যবহার করা হয়।
টেকনিক্যাল এনালাইসিস বলি বিংশ শতাব্দীর পূর্বেই চার্লস ডো (ডো-জোন্স এর প্রতিষ্ঠাতা) কর্তৃক তা “পর্যবেক্ষণ” নামে শুরু হয়। ১৯৭০ সালে ফরেক্স মার্কেট এ ব্যবহার এর পূর্বে তা ততটা জনপ্রিয় ছিল না, ২০০০ সালের মধ্যে অধিকাংশ ফরেক্স প্রফেশনাল যখন টেকনিক্যাল এনালাইসিস এর ব্যবহার করেন তখনও শেয়ার মার্কেট এ প্রচলন তেমনভাবে হয়নি।
টেকনিক্যাল এনালাইসিস কে দুইটি প্রধান বিষয় এর উপর আলোকপাত করেঃ-
০১. ট্রেন্ড এর দিক চিহ্নিত করনে।
০২. প্রাইজ চার্ট এর বিশ্লেষন এর মাধ্যমে কোন কারেন্সি পেয়ার বা শেয়ার এর সাপোর্ট এবং রেসিস্টেন্স সনাক্তকরণে।
মার্কেট এ তিনটি সম্ভাব্য ঘটনা সংগঠিত হয় আপট্রেন্ড বা প্রাইজ এর উর্ধগতি, ডাউনট্রেন্ড বা প্রাইজ এর নিম্নগামী বা একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে উঠানামা।
নদী যেমন এঁকেবেঁকে চলতে থাকে, তেমনিভাবে প্রাইজও চলতে থাকে এবং যার ফলে প্রাইজ একশন এর কেবলমাত্র দুটি অবস্থা থাকেঃ-
• নির্দিষ্ট রেঞ্জ- যখন প্রাইজ একটি নির্দিষ্ট জোন এর মধ্যে এঁকেবেঁকে চলতে থাকে বা পাশাপাশি চলে।
• ট্রেন্ডিং- প্রাইজ এঁকেবেঁকে হয় উর্ধগতি বা বাই/বুল’স ট্রেন্ড অথবা নিম্নগামী বা সেলস/বেয়ার’স ট্রেন্ড।

এনালাইসিস কেন গুরুত্বপূর্ণ?
টেকনিক্যাল এনালাইসিস ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করে, কখন এবং কোন প্রাইজ এ ট্রেড এ এন্ট্রি নিতে হবে এবং কখন এবং কোথায় ট্রেড থেকে এক্সিট করতে হবে।
টেকনিক্যাল এনালাইসিস এর ব্যবহার
টেকনিক্যাল এনালাইসিস যে ভিত্তির উপরে গড়ে উঠেছে তা হলো, যদিও প্রাইজ এর মুভমেন্ট কখন কোন দিকে হবে তার কোন সঠিক যুক্তি নেই( কেউই বলতে পারবেন না পরবর্তী মুহুর্তে কি হবে), কিন্তু একই সময়ে প্রাইজ একশন সম্পূর্ণভাবে লক্ষ্যহীনও নয়। অন্যভাবে বলতে গেলে গানিতিক কেওস তত্ত্ব এটি প্রমাণ করে যে, এই কেওস( বিশৃঙ্খল) অবস্থার মধ্যেও এমন প্যাটার্ন রয়েছে যেগুলো চিহ্নিত করা যায়, যা পুনরায় সংগঠিত হওয়ার প্রবনতা থাকে।
এই ধরনের বিশৃঙ্খল আচরণ প্রকৃতিতে আবহাওয়ার পূর্বাভাস ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অধিকাংশ ট্রেডারগনই স্বীকার করে নেন যে প্রাইজ মুভমেন্ট এর কোন রকম নিশ্চিত পূর্বানুমান করা সম্ভব নয়। যার ফলস্বরূপ সফল ট্রেডিং এ ভূল বা সঠিক হওয়া মূল লক্ষ্য নয়, বরঞ্চ এর মানে হলো সম্ভাবনা যাচাই করা এবং তখনই ট্রেড নেয়া যখন প্রতিকূলতা ট্রেডার এর পক্ষে আসার সম্ভাবনা কিছুটা অধিক থাকে। ভবিষ্যৎ মার্কেট প্রাইজ মুভমেন্ট এর সম্ভাবনা যাচাইয়ের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অংশ হল কখন এবং কোথায় ট্রেড এ এন্ট্রি নিতে হবে, এবং আরেকটি অংশ হল আপনি প্রফিট এর তুলনায় ঝুঁকির অনুপাত কতটা।
মনে রাখা প্রয়োজন, এমন কোন গোপন ট্রেডিং স্ট্রেটিজিই এই পৃথিবীতে বর্তমান নেই যা কোন নির্দিষ্ট যাদুকরী ইন্ডিকেটর এর সমন্বয়ে খোলা যায়। সফল ট্রেডিং এর মূল মন্ত্র হল চমৎকার রিস্ক ম্যানেজমেন্ট, নিয়মানুবর্তীতা, এবং আপনার ইমোশন নিয়ন্ত্রণ। এমন হতেই পারে যে ধারণা করার মাধ্যমে কিছু ট্রেড থেকে প্রফিট হতেও পারে কিন্তু এর দ্বারা সফল ট্রেডিং ক্যারিয়ার গঠন করা সম্ভব নয়।